বন্যা শুরুর আগেই সিরাজগঞ্জের চৌহালী উপজেলার খাষকাউলিয়া ইউনিয়নের পশ্চিম জোতপাড়া জনতা হাই স্কুল সংলগ্ন এলাকায় যমুনা নদীতে ভাঙন শুরু হয়েছে। ইতোমধ্যে নদীগর্ভে বিলীন হয়েছে এলাকাটির বেশ কিছু ফসলি জমি। এ অবস্থায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে নদীপাড়ের বাসিন্দাদের মাঝে।পশ্চিম জোতপাড়া এলাকায় সরেজমিনে দেখা যায়, যমুনা নদীর প্রায় কয়েকশ মিটার এলাকাজুড়ে তীব্র ভাঙন শুরু হয়েছে। প্রতিদিনই ফসলি জমি নদীগর্ভে চলে যাচ্ছে। ফলে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে।ওই এলাকার বাসিন্দারা জানান, যমুনার ভাঙনে দক্ষিণ জোতপাড়া গ্রামটি অর্ধেক নদীগর্ভে চলে গেছে। দফায় দফায় বাড়িঘর ভেঙে এখানকার কৃষকেরা ওয়াপাদার পাশের এলাকায় আশ্রয় নিয়েছেন কয়েক বছর ধরে। কিন্তু হঠাৎ নদী ভাঙনের ফলে কৃষকেরা আতঙ্কে রয়েছেন। ইতোমধ্যে বেশ কিছু কৃষি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে বলে তারা জানান। তাছাড়া বিলীনের শঙ্কায় রয়েছে একটি মাদ্রাসা, হাইস্কুল ও প্রাইমারি স্কুলসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান। বন্যা আসার আগেই নদীভাঙন শুরু হওয়ায় আতঙ্কে দিন কাটাচ্ছে এখানকার বাসিন্দাদের।স্থানীয় শাহজাহান আলী বলেন, পশ্চিম জোতপাড়া গ্রামটি পুরোই নদীগর্ভে চলে গেছে। এরপর ভাঙন এলাকার মানুষগুলো অন্য জায়গায় আশ্রয় নেয়। কিন্তু এবার বন্যার আগেই নদী ভাঙন শুরু হয়েছে। ইতোমধ্যে বেশ কিছু ফসলি জমি নদীগর্ভে চলে গেছে।সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, চৌহালী উপজেলার খাষকাউলিয়া ইউনিয়নের পশ্চিম জোতপাড়া জনতা হাই স্কুল সংলগ্ন এলাকায় ভাঙন চলছে। এর পেছনেই স্থায়ী বাঁধ রয়েছে। বাঁধের সামনের চরটা মূলত ভাঙছে। আমরা অবজারভেশন করছি। তিন-চার মাস ধরে নদীটা সেখানে হিট করছে। যেখানে ক্ষতি হচ্ছে, সেখানে জিওব্যাগ ফেলবো। আশা করছি সেখানে কোনো সমস্যা হবে না।উল্লেখ্য, ভাঙন কবলিত সিরাজগঞ্জের চৌহালী উপজেলার পশ্চিম জোতপাড়া জনতা হাই স্কুল সংলগ্ন জায়গা পরিদর্শন করে এলাকাবাসীকে আশ্বস্ত করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। গতকাল শনিবার বিকেলে ভাঙন বন্ধে স্থানীয়রা কার্যকরী পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে এ কর্মকর্তাকে।এসকে/এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হাকিমপুরে শ্রমিকদলের র‌্যালীতে ওসি, অবশেষে প্রত্যাহার
হাকিমপুরে শ্রমিকদলের র‌্যালীতে ওসি, অবশেষে প্রত্যাহার

দিনাজপুরের হাকিমপুরে মে দিবসে জাতীয়তাবাদী শ্রমিক দলের ব্যানার সম্বলিত র‌্যালীতে নেতা-কর্মীদের সাথে অংশ নেওয়ায় থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সুজন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন