রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পূর্ব বিরোধের জেরে শিক্ষার্থীদের দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত চারজন শিক্ষার্থী আহত হয়েছেন।মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুর পৌনে একটার দিকে বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বরে এ সংঘর্ষের সূত্রপাত হয়।আহতদের মধ্যে রয়েছেন আইন বিভাগের সাবেক শিক্ষার্থী শাহরুখ মাহমুদ, ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাইমেনুল ইসলাম নুহান এবং ফাইন্যান্স বিভাগের আসিফুর রহমান তুষার ও শাহাদাত হোসেন।প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে টুকিটাকি চত্বরে ফাইন্যান্স বিভাগের কয়েকজন শিক্ষার্থী খাবার খাচ্ছিলেন। এ সময় আইন, আইন ও ভূমি প্রশাসন এবং লোক প্রশাসন বিভাগের কয়েকজন শিক্ষার্থী সেখানে গিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে প্রথম দফায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয় এবং উভয় পক্ষের শিক্ষার্থী আহত হন।আহত এক শিক্ষার্থীকে রাবি মেডিকেল সেন্টারে নেওয়ার পর আবারও সংঘর্ষের ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, ফাইন্যান্স ও বিবিএ বিভাগের শিক্ষার্থীরা সেখানে গিয়েও হামলা চালায়। তখন আইন বিভাগের অধিকাংশ শিক্ষার্থী পালিয়ে গেলেও শাহরুখ মাহমুদকে ধরে মারধর করা হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও প্রক্টোরিয়াল বডি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।পরে বিকেলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে গেলে ফের এক দফা ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, সেখানে আইন বিভাগের কিছু শিক্ষার্থী ফের ফাইন্যান্স বিভাগের শিক্ষার্থীদের ওপর চড়াও হন।জানা গেছে, ঘটনার মূল সূত্রপাত সোমবার রাতে। আইন বিভাগের সাবেক ছাত্রলীগ নেতা সাধন মুখার্জি ক্যাম্পাস থেকে ফেরার পথে কাজলা গেট এলাকায় ফাইন্যান্স বিভাগের কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা কাটাকাটি হয়।ফাইন্যান্স বিভাগের শিক্ষার্থীদের অভিযোগ, ২০২৪ সালের একটি ইফতার অনুষ্ঠান ঘিরে সাধনের সঙ্গে তাদের পুরনো বিরোধ রয়েছে। সেবার কয়েকজনকে মারধরও করা হয়েছিল বলে দাবি করেন তারা।এ বিষয়ে ফাইন্যান্স ও আইন বিভাগের সভাপতির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁরা সাংবাদিক পরিচয় শুনে সংযোগটি বিচ্ছিন্ন করে দেন।রাবির প্রক্টর অধ্যাপক ড. মো. মাহবুবর রহমান বলেন, “পুরোনো দ্বন্দ্ব থেকেই এই মারামারির ঘটনা ঘটেছে। প্রথমে কাজলায় কথা কাটাকাটি হয়, পরে দুপুরে ক্যাম্পাসে আবার সংঘর্ষ হয়। এমন ঘটনায় আমরা দুঃখিত। তৃতীয় দফায় মেডিকেল সেন্টারেও মারামারি হয়েছে, তখন আমি নিজেও উপস্থিত ছিলাম।”তিনি আরও বলেন, “প্রমাণ সংগ্রহ করে আমরা তদন্ত শুরু করবো। ভুক্তভোগীদের নিরাপদে হলে পৌঁছে দিয়েছি। পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে—দলীয় পরিচয় নয়, অপরাধের ভিত্তিতে ব্যবস্থা নিতে। ভবিষ্যতে কেউ এমন ঘটনার সঙ্গে জড়িত থাকলে কঠোর শাস্তি দেওয়া হবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ছক্কা মেরে গেইলের রেকর্ড ভাঙলেন পুরান
ছক্কা মেরে গেইলের রেকর্ড ভাঙলেন পুরান

টি-টোয়েন্টি ক্রিকেটের সবচেয়ে দানবীয় ব্যাটসম্যান হিসেবে সবার আগে ক্রিস গেইলের নাম আসবে নিঃসন্দেহে।

ভারত-বাংলাদেশ সীমান্ত নিয়ে ‘কঠোর অবস্থানে’র ইঙ্গিত স্বরাষ্ট্র উপদেষ্টার
ভারত-বাংলাদেশ সীমান্ত নিয়ে ‘কঠোর অবস্থানে’র ইঙ্গিত স্বরাষ্ট্র উপদেষ্টার

বাংলাদেশের তিনটি জেলার কয়েকটি সীমান্তে বাংলাদেশের বর্ডার গার্ড বা বিজিবির ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর কয়েকটি স্থাপনা নির্মাণ কাজ নিয়ে আপত্তি Read more

ভাঙ্গুড়ায় মেসার্স ঘি বাড়ির সুনাম সংরক্ষণে প্রেস ব্রিফিং
ভাঙ্গুড়ায় মেসার্স ঘি বাড়ির সুনাম সংরক্ষণে প্রেস ব্রিফিং

পাবনার ভাঙ্গুড়ায় মেসার্স ঘি বাড়ির সুনাম সংরক্ষণের বিষয়ে প্রেস ব্রিফিং করেছেন প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মো. সাইফুল ইসলাম খান।বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেলে Read more

বেসরকারি মেডিক্যালে ভর্তিতে অটোমেশন বাতিলের দাবি
বেসরকারি মেডিক্যালে ভর্তিতে অটোমেশন বাতিলের দাবি

বেসরকারি মেডিক্যালে মানসম্মত শিক্ষা ও চিকিৎসার ওপর জোর দেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অধ্যাপক ডা. রোকেয়া সুলতানা। তিনি Read more

রাইসির হেলিকপ্টারের ধ্বংসাবশেষের ড্রোন ফুটেজ প্রকাশ
রাইসির হেলিকপ্টারের ধ্বংসাবশেষের ড্রোন ফুটেজ প্রকাশ

দুর্ঘটনার শিকার ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারের ধ্বংসাবশেষের ছবি প্রকাশ করা হয়েছে।

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন