পঞ্চগড়ের আটোয়ারীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের বাড়ির পাশের একটি খড় ও খড়ি রাখার টিনশেড ঘরে  অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।সোমবার (১৪ এপ্রিল) দিবাগত রাত ১টা ১০ মিনিটের দিকে বলরামপুর ইউনিয়নের দক্ষিণ সাতখামার এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনের সূত্রপাত এখনও নিশ্চিত নয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।বোদা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে সাদ্দামের মূল ঘরটি অক্ষত রয়েছে। ধারণা করা হচ্ছে, ঘরে রাখা খড় ও খড়ি থেকেই আগুন ছড়িয়েছে।সাদ্দামের বড় ভাই প্রিন্স জানান, আগুন লাগার সময় পুরো পরিবার ঘুমিয়ে ছিল। প্রতিবেশীদের চিৎকারে ঘুম ভাঙে তাদের। “জীবন নিয়ে কোনোমতে বের হয়ে এসেছি,” বলেন তিনি।সাদ্দামের মা আনোয়ারা বেগম জানান, “আমার স্বামী তিন বছর ধরে অসুস্থ হয়ে বিছানায়। যদি আগুন থাকার ঘরে পৌঁছাতো, তাহলে তাকে বের করে আনাও কঠিন হতো। এখন খুবই আতঙ্কে আছি।” তিনি বলেন, আগুন দেওয়া হয়েছে পরিকল্পিতভাবে এবং দোষীদের খুঁজে বের করার দাবি জানান।ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর রায়হান ইসলাম বলেন, “আগুনে প্রাথমিকভাবে এক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে আগুন কিভাবে লেগেছে, তা এখনো বলা যাচ্ছে না।”আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম সরকার জানান, ঘটনাটি নিয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। তদন্ত চলছে।উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট সাদ্দামের বাড়িতে আগুন লাগিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। সে সময় বাড়ির অধিকাংশ অংশ পুড়ে যায় এবং নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুটপাটের অভিযোগ তোলে তার পরিবার। এবারকার ঘটনা পূর্বের ঘটনারই পুনরাবৃত্তি কিনা, সে বিষয়টিও খতিয়ে দেখা হবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঢাকা দক্ষিণ সিটি: ৬ হাজার ৭৬০ কোটি টাকার বাজেট ঘোষণা
ঢাকা দক্ষিণ সিটি: ৬ হাজার ৭৬০ কোটি টাকার বাজেট ঘোষণা

চলতি অর্থবছরের জন্য (২০২৪-২০২৫) ৬ হাজার ৭৬০ কোটি টাকার বাজেট ঘোষণা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।

আদানি গ্রুপের সঙ্গে বড় চুক্তি বাতিল করল কেনিয়া
আদানি গ্রুপের সঙ্গে বড় চুক্তি বাতিল করল কেনিয়া

এক দিন আগেই ভারতের দ্বিতীয় শীর্ষ ধনী গৌতম আদানির বিরুদ্ধে অভিযোগ ওঠে, তিনি ২৫০ মিলিয়ন মার্কিন ডলার ঘুষের পরিকল্পনা করেছিলেন Read more

বিশ্বকাপের সুপার এইটের সময়সূচি
বিশ্বকাপের সুপার এইটের সময়সূচি

টি-টোয়েন্টি বিশ্বকাপের আর মাত্র ছয়টা ম্যাচ বাকি। এরপরই শেষ হবে গ্রুপপর্বের লড়াই। ইতোমধ্যে মোটামুটি সুপার এইটের আটটি দল নির্ধারিত হয়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন