নরসিংদীর শিবপুরের ৬ হত্যা মামলার কুখ্যাত সন্ত্রাসী ও কিশোর গ্যাংয়ের লিডার মোহাম্মদ আলী হোসেন ওরফে আলী (২৮) কে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করেছে শিবপুর মডেল থানা পুলিশ। শনিবার (৩১ মে) সন্ধ্যায় শিবপুরের উত্তর পাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে উত্তর পাড়া এলাকায় শিবপুর থানার এসআই রেজাউল ও এসআই সাদেকের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল অভিযান পরিচালনা করে ৭.৬৫ মি.মি. একটি পিস্তল ও একটি গুলিসহ তাকে গ্রেপ্তার করে। পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া আলী হোসেন শিবপুরের অন্যতম শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে ৬টি হত্যা ও হত্যাচেষ্টার মামলা রয়েছে, যেগুলোর সবগুলোতেই আদালতের গ্রেফতারি পরোয়ানা (ওয়ারেন্ট) ঝুলছিল। এছাড়াও সে দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি, মাদক ব্যবসা, অস্ত্র ব্যবহার এবং ভাড়াটে খুনের (কন্ট্রাক্ট কিলিং) সঙ্গে সরাসরি জড়িত ছিল। তার গ্রেপ্তার খবরে এলাকাবাসীর মধ্যে স্বস্তির নিঃশ্বাস ফিরেছে। শিবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আফজাল হোসাইন জানান, ‘আলী হোসেন একজন দুর্ধর্ষ ও চিহ্নিত অপরাধী। তার বিরুদ্ধে অস্ত্র আইনে নতুন একটি মামলার প্রস্তুতি চলছে।’ এ বিষয়ে নরসিংদী জেলা পুলিশ সুপার (এসপি) মো. আব্দুল হান্নান বলেন, ‘আলী হোসেনের মতো শীর্ষ সন্ত্রাসীদের আইনের আওতায় আনা পুলিশের চলমান সন্ত্রাস বিরোধী অভিযানের অংশ। আমরা নরসিংদী জেলাকে অপরাধমুক্ত রাখতে বদ্ধপরিকর। এই ধরনের অপরাধীদের কোনো রকম ছাড় দেওয়া হবে না।’এআই
Source: সময়ের কন্ঠস্বর