চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় একটি বন্য হাতি হত্যা করে দাঁত ও নখ নিয়ে গেছে শিকারিরা। বুধবার (৯ এপ্রিল) চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের জলদী রেঞ্জের পাইরাং বিটের আওতাধীন চেচুরিয়ার মনুমার ঝিরি নামক এলাকার একটি সংরক্ষিত বনাঞ্চলে ৭ থেকে ৮ বছর বয়সী পুরুষ হাতিটিকে মৃত অবস্থায় পাওয়া গেছে।স্থানীয়দের অভিযোগ, চেচুরিয়ার মনুমার ঝিরি নামক এলাকায় ওই হাতিটি কয়েকদিন ধরে মৃত অবস্থায় পড়ে থাকলেও বন বিভাগ কোনও ব্যবস্থা নেয়নি।এদিকে অভিযোগ অস্বীকার করে জলদী রেঞ্জের রেঞ্জার শাহ আলম বলেন, ‘হাতিটির শরীরে বেশ কয়েকটি আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, হাতিটিকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে। এটির পিঠে ও বুকে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। হাতিটিকে দুই বা তিন দিন আগে হত্যা করা হতে পারে।’এদিকে এই ঘটনাটি আবারও এই অঞ্চলে হাতি শিকারের ঘটনা সামনে এসেছে। শুধু চট্টগ্রাম অঞ্চলে কমপক্ষে ১০২টি বন্য হাতি মারা গেছে গত এক দশকে। বন বিভাগের অধীনস্ত বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের তথ্য অনুসারে, এরমধ্যে ১৬টি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে, আর পাঁচটি গুলিবিদ্ধ হয়ে মারা গেছে।বন্যপ্রাণী বিভাগ জানিয়েছে, ৫৩টি হাতি ‘বার্ধক্যজনিত জটিলতা’ বা হৃদরোগের মতো ‘প্রাকৃতিক কারণে’ মারা গেছে। কমপক্ষে ১৭টি দুর্ঘটনায় মারা গেছে, বাকি মৃত্যুর কারণ নির্ধারণ করা যায়নি। এই সময়ের মধ্যে, এই অঞ্চলে মানুষ-হাতির সংঘাতে ৪৪ জন মারা গেছে। কিন্তু হাতি হত্যায় মাত্র ১৮টি মামলা দায়ের করা হয়েছে।চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন বলেন, ‘ঘটনার খবর পেয়ে বন বিভাগের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। তারা নিশ্চিত করে যে শিকারিরা হাতিটিকে হত্যা করার পর প্রাণিটির দাঁত ও নখ কেটে নিয়ে গেছে।’এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৮০ লক্ষ টাকার হীরা খুঁজে পেলেন ভারতের ঋণগ্রস্ত শ্রমিক
৮০ লক্ষ টাকার হীরা খুঁজে পেলেন ভারতের ঋণগ্রস্ত শ্রমিক

রাতারাতি ভাগ্য বদল করে ধনী হয়েছেন ভারতের এক ঋণগ্রস্ত শ্রমিক। মধ্যপ্রদেশের পান্না জেলায় ইজারা নেওয়া একটা খনি থেকে একটা বড় Read more

জামায়াত-শিবির নিষিদ্ধ হচ্ছে আজ, যেকো‌নো সময় প্রজ্ঞাপন
জামায়াত-শিবির নিষিদ্ধ হচ্ছে আজ, যেকো‌নো সময় প্রজ্ঞাপন

যুদ্ধপরা‌ধে অভিযুক্ত বাংলাদেশ জামায়াতে ইসলামী ও দলের ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ কর‌তে যা‌চ্ছে সরকার।

২৪ ঘণ্টার মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের ঘোষণা আসতে পারে
২৪ ঘণ্টার মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের ঘোষণা আসতে পারে

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নাম প্রস্তাব করা হলে রাষ্ট্রপতিও তাতে সম্মতি দেন।

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন