যশোরের মণিরামপুরে চার বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে আওয়ামী লীগের নেতা বাবর আলী ওরফে বাবুকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ এপ্রিল) গভীর রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি হরিহরনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মুক্তারপুর নয়ন মোড়ের বাসিন্দা। জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে শিশুটি বাবর আলীর বাড়িতে খেলতে যায়। এ সময় তিনি শিশুটিকে ঘরে ডেকে নিয়ে যৌন নিপীড়ন চালায়। পরে মেয়েটি বাড়ি গিয়ে তার মাকে ঘটনাটি বলে দেয়। পরে শিশুটির মা বাদী হয়ে মণিরামপুর থানায় মামলা দায়ের করেন। মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর মোহাম্মদ গাজী জানান, সম্পর্কে ওই শিশুর প্রতিবেশী দাদা হন বাবর আলী ওরফে বাবু। যৌন নিপীড়নের ঘটনায় মামলা দায়েরের পর তাকে গ্রেফতার করা হয়। শুক্রবার দুপুরে তাকে আদালতে সোপর্দের পর জেল হাজতে পাঠানো হয়েছে। এনআই
Source: সময়ের কন্ঠস্বর