যশোরের শার্শা উপজেলার বাগুড়ি বেলতলা দেশের বড় আমের বাজার। প্রতিদিন এখানে ১৫ থেকে ২০ হাজার মন আমি বিক্রি হয়। আর তাতে টাকার পরিমান দাঁড়ায় ৫ থেকে ৬ কোটি টাকা। এ থেকে একদিকে সরকারের রাজস্ব ও আয় হয় যেমন তেমনি অন্যদিকে দেশের প্রত্যান্ত অঞ্চলে মৌসুমি ফল আমের চাহিদা ও সকল শ্রেনীর মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলে আমের কেনা বেচা।শার্শা সীমান্ত একটি উপজেলা। এই উপজেলায় রয়েছে ১১ টি ইউনিয়ন ও একটি পৌর সভা এবং দুটি থানা। প্রায় প্রতিটি ইউনিয়নে এবং পৌর এলাকায় কমবেশী আমের চাষ হয়ে থাকে। আর এই আমের পাইকারি বাজার উপজেলার বাগুড়ি বেলতলা। তবে এখানে কিছু অংশ সাতক্ষীরা জেলার কলারোয়া থানার মধ্যে পড়ে। ছোট বড় মিলে এখানে ৮৬ টি আমের আড়ত রয়েছে। যার ২০টির মত আড়ত শার্শার শেষে সীমান্ত অংশ একই বাজার কলারোয়ার মধ্যে পড়ে।শার্শার বাগুড়ি বেলতলা বাজারে গিয়ে দেখা গেছে সাতক্ষীরা-নাভারনের প্রধান সড়কের দুপাশে বসে এই বৃহৎ আমের হাট। যেখানে ব্যস্ততম সড়কে নানা ধরনের পরিবহন চলাচল করে। এই বাজার একেবারেই রাস্তার উপর হওয়ায় ছোট খাট দুর্ঘটনা ও মাঝে মধ্যে ঘটছে বলে বাজারের ব্যবসায়িরা জানায়। একাধিক ব্যবসায়িরা বলেন, বাজারটি যদি এখানকার কোন একটি মাঠে বসানো যেত তাহলে নিরাপদে চাষীরা আম বিক্রি করতে পারত। সেই সাথে ব্যবসায়িরা ধীরে ধীরে তাদের আম গুছিয়ে কাটন করে পরিবহন করতে পারত। রাস্তার উপর প্রতিদিন শত শত ভ্যান, করিমন নসিমন সহ নানা ধরনের ইঞ্জিন চালিত পরিবহন দাড় করিয়ে আম নামাতে হয়। তাতে যানজটের ও সৃষ্টি হয়।এই বাজারে গোপালভোগ, ক্ষীরসাপাতি, গোবিন্দভোগ ল্যাংড়া, হিমসাগর, গোপাল খাস, বৈশাখী আম্রপালিসহ নানা জাতের আম বাজারে উঠে। এই আম দেশের বিভিন্ন জেলা থেকে আগত পাইকাররা এসে ক্রয় করে নিয়ে যায়। এছাড়া এই আম দেশের চাহিদা মিটানো ছাড়াও বিদেশে রফতানি হয়ে থাকে।বাগুড়ি বাজারের প্রচার সম্পাদক এবং আড়দার ব্যবসায়ি মন্টু  বলেন, এখানে ফরমালিন মুক্ত আম বিক্রি হয় এবং কোন প্রকার রাজনৈতিক চাপ এছাড়া ব্যবসায়িরা ব্যবসা করছে। এখানকার আড়তদাররা শতকরা ৩ টাকা কমিশনে আড়তদারি নিয়ে থাকে। বাজারের চাষীরা আম বিক্রি করে নগদ টাকা নিয়ে ঘরে ফেরে। যাতায়াত ব্যবস্থাও ভাল থাকায় দেশের প্রায় প্রতিটি জেলার আম ব্যবসায়িরা এখানে এসে আম ক্রয় করে থাকে। আর আম চাষিরা এখানে শতকরা মাত্র ৫ টাকা খাজনা দিয়ে থাকে।বাগুড়ি বেলতলা আমবাজারের সাধারন সম্পাদক কামরুজ্জামান বলেন গত ৬ মে থেকে আম ক্রয় বিক্রয় শুরু হয়েছে। বর্তমানে গোপালভোগ, ক্ষীরসাপাতি, গোবিন্দভোগ , হিমসাগর, গোপাল খাস বিক্রি হলেও ২১ মে থেকে হিমসাগর বাজারে বেশী দেখা দিবে। ২৮ মে থেকে ল্যাংড়া এবং ৬ জুন থেকে আম্রপালি ও মল্লিকা বাজারে আসবে।সভাপতি মাহমুদ হোসেন বলেন, এই বাজারে রয়েছে তিন প্রকার আড়ত। এ গ্রেড বি গ্রেড এবং সি গ্রেড। এ গ্রেড আড়তদারা প্রতিদিনি ১০ থেকে ১৫ লাখ টাকার আম, বি গ্রেড আড়তদাররা প্রতিদিন ৬ থেকে ১০ লাখ টাকা এবং সি গ্রেড আড়তদারা প্রতিদিন ৩ থেকে ৪ লাখ টাকার আম বিক্রি করে থাকে। এসব গ্রেড সাধারনত পরিচিতির পর হয়। যাদের দেশের ব্যবসায়িদের সাথে যোগাযোগ ভাল তারাই সাধারনত বেশী আম বিক্রি করে থাকে।শার্শা উপজেলা নির্বাহী অফিসার কাজী নাজিব হাসান বলেন, শার্শার বাগুড়ি বেলতলা দেশের দক্ষিন পাশ্চিমাঞ্চলের একটি বড় আম  বাজার। এখানে সরকারের তরফ থেকে নজরদারি করা হচ্ছে। যাতে কোন প্রকার বিশৃংখলা না হয়। এই বাজার থেকে দেশের সিংহ ভাগ জেলার আমের চাহিদা মেটায়। এছাড়া এখান থেকে বিদেশে ও আম বাজারজাত হয়ে থাকে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ধামইরহাটে পর্যটকদের সুবিধায় বাশেঁর তৈরী কুঁড়েঘর রেষ্টুরেন্ট
ধামইরহাটে পর্যটকদের সুবিধায় বাশেঁর তৈরী কুঁড়েঘর রেষ্টুরেন্ট

নওগাঁর ধামইরহাটে বিভিন্ন ধর্মীয় উৎসবের পাশাপাশি মনোরম পরিবেশে সময় কাটানোর জন্য পর্যটকের মনে বেশ যায়গা করে তুলেছে প্রাকৃতিক পরিবেশে ঘেরা Read more

নির্বাচন বিষয়ে আমরা প্রধান উপদেষ্টাকে বাধ্য করতে চাই না: শফিকুর রহমান
নির্বাচন বিষয়ে আমরা প্রধান উপদেষ্টাকে বাধ্য করতে চাই না: শফিকুর রহমান

অন্তর্বর্তী সরকারের প্রতি সকল রাজনৈতিক দলকে সহযোগিতার আহ্বান জানিয়ে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, নির্বাচন বিষয়ে আমরা প্রধান উপদেষ্টাকে Read more

আ.লীগকে নিষিদ্ধ করার পর আরেকটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে: প্রধান উপদেষ্টা
আ.লীগকে নিষিদ্ধ করার পর আরেকটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে: প্রধান উপদেষ্টা

আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পর আরেকটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রোববার দেশের বেশ Read more

নির্বাচন প্রসঙ্গে যুগপৎ সঙ্গীদের সঙ্গে আজ বসছে বিএনপি
নির্বাচন প্রসঙ্গে যুগপৎ সঙ্গীদের সঙ্গে আজ বসছে বিএনপি

চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচনের দাবি জোরদার করতে জাতীয় ঐকমত্য গঠনের উদ্যোগ নিয়েছে জাতীয়তাবাদী দল বিএনপি। এর ধারাবাহিকতায় Read more

‘নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন খালেদা জিয়া’
‘নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন খালেদা জিয়া’

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দলের চেয়ারপার্সন খালেদা জিয়া সুস্থ হয়ে উঠতে পারলে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। শনিবার ভারতীয় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন