আমরা স্রষ্টার জন্য জান মাল ত্যাগ করতে পারি,
তাইতো আমরা বীর মোমিন মুসলিম জাতি।

আমরা রাষ্টের জন্য মা বোনের ইজ্জত বাঁচাতে যেমন জীবন দিতে পারি আবার জীবন নিতেও পারি।
আমরা জীবনটাকে লুটিয়ে দেই স্রষ্টার দেখানো নিয়মে। আমরা জানি আমাদের বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে নূরের সারিতে নাহয় ইবলিশের দলে।
পৃথিবীর শ্রেষ্ট মানবতা আর ত্যাগের ভাতৃত্ব শিখিয়েছে আমাদের স্রষ্টা।
দারিদ্রতার মুখে খাবার তুলে দিয়ে আমরা তৃপ্তির হাসি দেখে তৃপ্তি পাই। আমরা নিলজ্জতা বেহেয়াপনাকে ঘৃণা করি তেমনি ইবলিশী কর্ম থেকে এড়িয়ে চলি।
আমরা ধোঁকাবাজ ইবলিশের ধোঁকা থেকে বাঁচতে চাই। আমরা বিশ্বের সকল মুসলিয়াম এক ভাই কারণ আমরা মুসলিম তাই।

সম্পর্কিত সংবাদ
স্বপ্নের প্রথম দিন…ইবলিস যখন বেস্ত থাকে।

স্বপ্নের প্রথম দিন...ইবলিস যখন বেস্ত থাকে। অন্য কোনো কাজে ইবলিস আজ ব্যস্ত থাকায়, ঘটে যত অবাক কান্ড। শুরু হয় এক Read more

ইহুদিবাদ কিভাবে ওলির মাজারে প্রবেশ করে, নানান ছদ্ধবেশে রাজ্যের সিংহাসন কেড়ে নিয়ে নীতি বদলে দেয়।

ইহুদিবাদ কিভাবে ওলির মাজারে প্রবেশ করে, নানান ছদ্ধবেশে রাজ্যের সিংহাসন কেড়ে নিয়ে নীতি বদলে দেয়। আপনি ভাবতে পারেন ইসলামের নানান Read more

একে একে মুসলিম নিপীড়ন, মসজিদ দখল, এগিয়ে যায় তাদের বেপরোয়া রাজনীতি- লক্ষ্য কি তাদের ?

একে একে মুসলিম নিপীড়ন, মসজিদ দখল, এগিয়ে যায় তাদের বেপরোয়া রাজনীতি- লক্ষ্য কি তাদের ?

কাকা বহিস্কার !

কাকা বহিস্কার ! দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নারায়ণগঞ্জের পরাজিত মেয়র প্রার্থী তৈমূর আলম খন্দকার এবং নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাধারণ সম্পাদক Read more

বনী ইসরাঈল গোষ্ঠীর হিব্রু ভাষার ইহুদিদের পোশাক কিভাবে উন্নত পোশাকের পরিচিতি পালো ?

বাংলার জাতীয় পোশাক কি ? কেনো উন্নত পরিবেশে লুঙ্গি নিয়ে মস্করা হয় ? বনী ইসরাঈল গোষ্ঠীর হিব্রু ভাষার ইহুদিদের পোশাক Read more

সব দ্বন্দ ভুলে সৌদি যুবরাজকে স্বাগত জানাচ্ছে তুরস্কে।

সব দ্বন্দ ভুলে সৌদি যুবরাজকে স্বাগত জানাচ্ছে তুরস্কে। এদিকে যুবরাজ সালমানও চাইছেন তাকে নিয়ে যে ষড়যন্ত্র হয়েছিল, সেটা থেকে বের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন