আমরা স্রষ্টার জন্য জান মাল ত্যাগ করতে পারি,
তাইতো আমরা বীর মোমিন মুসলিম জাতি।

আমরা রাষ্টের জন্য মা বোনের ইজ্জত বাঁচাতে যেমন জীবন দিতে পারি আবার জীবন নিতেও পারি।
আমরা জীবনটাকে লুটিয়ে দেই স্রষ্টার দেখানো নিয়মে। আমরা জানি আমাদের বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে নূরের সারিতে নাহয় ইবলিশের দলে।
পৃথিবীর শ্রেষ্ট মানবতা আর ত্যাগের ভাতৃত্ব শিখিয়েছে আমাদের স্রষ্টা।
দারিদ্রতার মুখে খাবার তুলে দিয়ে আমরা তৃপ্তির হাসি দেখে তৃপ্তি পাই। আমরা নিলজ্জতা বেহেয়াপনাকে ঘৃণা করি তেমনি ইবলিশী কর্ম থেকে এড়িয়ে চলি।
আমরা ধোঁকাবাজ ইবলিশের ধোঁকা থেকে বাঁচতে চাই। আমরা বিশ্বের সকল মুসলিয়াম এক ভাই কারণ আমরা মুসলিম তাই।

সম্পর্কিত সংবাদ
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা হীরাবেন মোদির একশোতম জন্মদিনে একশো লাল গোলাপের শুভেচ্ছা জানিয়েছেন ভারতে সফররত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী – এ কে আবদুল মোমেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা হীরাবেন মোদির একশোতম জন্মদিনে একশো লাল গোলাপের শুভেচ্ছা জানিয়েছেন ভারতে সফররত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী - এ Read more

রাজার কাদে রাজকীয় বিদায়।

রাজার কাদে রাজকীয় বিদায়। আলেম, উলামা, শাসক, জনতা ও সকল শ্রেণি-পেশার মানুষের কাছে সমানভাবে বরণীয় ও প্রিয়ভাজন ব্যক্তিত্য ছিলেন। তিনি Read more

সব সিদ্ধান্ত যদি নেতারাই নিবে, জনতা কি শুধু ভোটই দেবে ?

জনতা কিভাবে ভোট দেবে ? কাগজে না মেশিনে ? জনতাকে জেলে বন্দি করার আইন, কে বানাবে ? সব সিদ্ধান্ত যদি Read more

মৃত্যুদণ্ড হতে পারে কি ?

মৃত্যুদণ্ড হতে পারে কি ? হাঁ, যতদূর জানা যায় - স্বপ্নের পদ্মা সেতুর নাট-বল্টু খোলা জনতা বায়েজিদকে মানব রচিত - Read more

দেখা হয় নাই… ঘর হতে শুধু দুই পা ফেলিয়া।

দেখা হয় নাই... ঘর হতে শুধু দুই পা ফেলিয়া। জুতা পায়ে হেটে সেখানে প্রবেশ নিষেধ, এমনকি সাইকেলেও আছে নিষেধাজ্ঞা। ভাবছেন Read more

ভাবছেন মুসলিরাতো দলে দলে বিভক্ত, কিভাবে বিজয় আসবে ?

১} যখন আসবে আল্লাহর সাহায্য ও বিজয়। ২} আর আপনি মানুষকে দলে দলে আল্লাহ্‌র দ্বীনে প্রবেশ করতে দেখবেন। ৩} তখন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন