আমরা স্রষ্টার জন্য জান মাল ত্যাগ করতে পারি,
তাইতো আমরা বীর মোমিন মুসলিম জাতি।
আমরা রাষ্টের জন্য মা বোনের ইজ্জত বাঁচাতে যেমন জীবন দিতে পারি আবার জীবন নিতেও পারি।
আমরা জীবনটাকে লুটিয়ে দেই স্রষ্টার দেখানো নিয়মে। আমরা জানি আমাদের বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে নূরের সারিতে নাহয় ইবলিশের দলে।
পৃথিবীর শ্রেষ্ট মানবতা আর ত্যাগের ভাতৃত্ব শিখিয়েছে আমাদের স্রষ্টা।
দারিদ্রতার মুখে খাবার তুলে দিয়ে আমরা তৃপ্তির হাসি দেখে তৃপ্তি পাই। আমরা নিলজ্জতা বেহেয়াপনাকে ঘৃণা করি তেমনি ইবলিশী কর্ম থেকে এড়িয়ে চলি।
আমরা ধোঁকাবাজ ইবলিশের ধোঁকা থেকে বাঁচতে চাই। আমরা বিশ্বের সকল মুসলিয়াম এক ভাই কারণ আমরা মুসলিম তাই।