“লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইক,
লাব্বাইকা লা- শারিকালাকা লাব্বাইক, ইন্নালহামদা ওয়ান্নিয়ামাতা, লাকাওয়াল মুলক, লা শারিকালাক ।”
অর্থাৎ “হে আল্লাহ! আমি উপস্থিত। তোমার কোন অংশীদার নেই। যাবতীয় প্রশংসা ও নেয়ামত তোমারই জন্য। গোটা দুনিয়ার বাদশাহী তোমার। তোমার কোন অংশীদার নেই।”
হে আল্লাহ! যত তাড়াতাড়ি সম্ভব আমাদেরকে আরাফাতের ময়দানে সাদা কপড় পরিহিত অবস্থায় এই তালবিয়াহ পাঠের সুযোগ দাও।
পবিত্র মসজিদুল হারাম ও মসজিদে নববীতে কবুল না করে আমাদেরকে দুনিয়া থেকে নিও না।
হে আল্লাহ ! পবিত্র আরাফার এই দিনে সকল কবরবাসী মুসলমানদের মাফ করে দাও। আমার মত পাপীকে সঠিক পথ দান করো।
আমিন !