দেখা হয় নাই…
ঘর হতে শুধু দুই পা ফেলিয়া।
জুতা পায়ে হেটে সেখানে প্রবেশ নিষেধ,
এমনকি সাইকেলেও আছে নিষেধাজ্ঞা।
ভাবছেন খালি পায়ে যাবেন,
না সেটাও হবেনা ১০০ টাকার টোল
ভাড়ায় মোটর সাইকেলও থামাতে
পারবেননা কারণ পিছনের গাড়ি আপনাকে আঘাত করতে পারে।
তবে উপায় ?
স্বপ্নের পদ্মা সেতু দেখতে মাওয়া সড়কের গাড়ি বা ট্রেনে উঠে ঘুমিয়ে পড়ুন।