ভক্তের স্ত্রীকে নিয়ে উধাও বাবা খেতা শাহ!

ময়মনসিংহের তারাকান্দায় ভক্তের বাড়িতে আশ্রয় নিয়ে ভক্তের স্ত্রী ও ৯০ হাজার টাকা নিয়ে পালিয়ে গেছে খেতা শাহ নামের এক ভন্ড ফকির। তিন সন্তান ফেলে ফকিরের সাথে স্ত্রী চলে যাওয়ায় বিপাকে পড়েছেন শফিকুল ইসলাম (৩০) নামের ওই ফকির ভক্ত। এ নিয়ে আজ তারাকান্দা থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ঐ ভক্ত।

শফিকুল ইসলাম জানান, আমার গুরু যে এত খারাপ তা বুঝতে পারেনি। সে একজন লম্পট ও প্রতারক। আমি ভুল বুঝতে পারছি। এ পীর খেতা শাহ তন্ত্রমন্ত্র করে এবং নানাভাবে ফুসলিয়ে, প্রলোভন দেখিয়ে আমার স্ত্রীকে দূরে কোথাও নিয়ে আত্মগোপনে রয়েছে। তার এক ছেলে ও দুই মেয়ে রয়েছে।

পরবর্তী পোস্টে চোখ রাখুন –
আমরা জানাবো এ ভন্ডদের ধর্ম, বিস্বাস ও তন্ত্র মন্ত্র নিয়ে।

সম্পর্কিত সংবাদ
একে একে মুসলিম নিপীড়ন, মসজিদ দখল, এগিয়ে যায় তাদের বেপরোয়া রাজনীতি- লক্ষ্য কি তাদের ?

একে একে মুসলিম নিপীড়ন, মসজিদ দখল, এগিয়ে যায় তাদের বেপরোয়া রাজনীতি- লক্ষ্য কি তাদের ?

রাজার কাদে রাজকীয় বিদায়।

রাজার কাদে রাজকীয় বিদায়। আলেম, উলামা, শাসক, জনতা ও সকল শ্রেণি-পেশার মানুষের কাছে সমানভাবে বরণীয় ও প্রিয়ভাজন ব্যক্তিত্য ছিলেন। তিনি Read more

কাকা বহিস্কার !

কাকা বহিস্কার ! দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নারায়ণগঞ্জের পরাজিত মেয়র প্রার্থী তৈমূর আলম খন্দকার এবং নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাধারণ সম্পাদক Read more

ইহুদিবাদী বিধান কেন আল্লাহর বিধান কে আঘাত করে ?

ইহুদিবাদী বিধান কেন আল্লাহর বিধান কে আঘাত করে ? ইহুদিবাদের রাজ নামের নীতি আর সং নামের বিধান পাল্টে দিয়েছে আজ Read more

আমরা স্রষ্টার জন্য জান মাল ত্যাগ করতে পারি, তাইতো আমরা বীর মোমিন মুসলিম জাতি।

আমরা স্রষ্টার জন্য জান মাল ত্যাগ করতে পারি, তাইতো আমরা বীর মোমিন মুসলিম জাতি। আমরা রাষ্টের জন্য মা বোনের ইজ্জত Read more

খ্রীষ্টীয়ান ধর্ম গুরু পপ ফ্রান্সিস বলেছেন – তৃতীয় বিশ্বযুদ্ধ ইতিমধ্যে শুরু হয়ে গেছে।

খ্রীষ্টীয়ান ধর্ম গুরু পপ ফ্রান্সিস বলেছেন - তৃতীয় বিশ্বযুদ্ধ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। তিনি আরো বলেন - রাশিয়া ইউক্রেন সহ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন