ইবলিশ আর আমি কে অপরাধী ?
আমরা কেন ইবলিশের কথা ভুলে যাই ?
আসলে, আপনি মুসলিম হলে অবশ্যই ইবলিশের কথা মনে রাখতে হবে প্রুতি মুহূর্তে। কারণ আউযুবিল্লাহ ছাড়া যেমন কোরানে হাত দেয়া যায় না তেমনি নামাজ ওযু দোআ সব কিছুর আগেই আউযুবিল্লাহ পড়তে হয়। মানে আগে আপনাকে ইবলিশের হাত থেকে বাঁচতে হবে।
অতএব সে সবসময় আপনার বন্ধু ভাবছেন সে তো একা, না তার আছে জীন বাহিনী। সে প্রয়োজন মতো ৪০ বা তার বেশি জীন শিশু থেকে বৃদ্ধ সবার পেছনে লেলিয়ে দেয়। শুধু যতক্ষণ আপনি ইবাদতে থাকেন তখন সে যন্ত্রনা অনুভব করে বিরক্ত হয় কিছুটা দুর্বল থাকে। এজন্যই বুজর্গ বেক্তির কাছে সে যেতে চায় না বিশেষ কারণ ছাড়া।