ইবলিশ আর আমি কে অপরাধী ?

আমরা কেন ইবলিশের কথা ভুলে যাই ?
আসলে, আপনি মুসলিম হলে অবশ্যই ইবলিশের কথা মনে রাখতে হবে প্রুতি মুহূর্তে। কারণ আউযুবিল্লাহ ছাড়া যেমন কোরানে হাত দেয়া যায় না তেমনি নামাজ ওযু দোআ সব কিছুর আগেই আউযুবিল্লাহ পড়তে হয়। মানে আগে আপনাকে ইবলিশের হাত থেকে বাঁচতে হবে।
অতএব সে সবসময় আপনার বন্ধু ভাবছেন সে তো একা, না তার আছে জীন বাহিনী। সে প্রয়োজন মতো ৪০ বা তার বেশি জীন শিশু থেকে বৃদ্ধ সবার পেছনে লেলিয়ে দেয়। শুধু যতক্ষণ আপনি ইবাদতে থাকেন তখন সে যন্ত্রনা অনুভব করে বিরক্ত হয় কিছুটা দুর্বল থাকে। এজন্যই বুজর্গ বেক্তির কাছে সে যেতে চায় না বিশেষ কারণ ছাড়া।

সম্পর্কিত সংবাদ
রাজার কাদে রাজকীয় বিদায়।

রাজার কাদে রাজকীয় বিদায়। আলেম, উলামা, শাসক, জনতা ও সকল শ্রেণি-পেশার মানুষের কাছে সমানভাবে বরণীয় ও প্রিয়ভাজন ব্যক্তিত্য ছিলেন। তিনি Read more

একে একে মুসলিম নিপীড়ন, মসজিদ দখল, এগিয়ে যায় তাদের বেপরোয়া রাজনীতি- লক্ষ্য কি তাদের ?

একে একে মুসলিম নিপীড়ন, মসজিদ দখল, এগিয়ে যায় তাদের বেপরোয়া রাজনীতি- লক্ষ্য কি তাদের ?

সময়ের ব্যবধানে সময় অপরাধী, দাঁতের ফাঁকের খাদ্য কণা তার ও খাজনা দেয়া।

সময়ের ব্যবধানে সময় অপরাধী, দাঁতের ফাঁকের খাদ্য কণা তার ও খাজনা দেয়া। হাঁ, আপনি এগিয়ে গেছেন আধুনিকতার আকাশে। আপনি বিবেকবান Read more

উলংগ বেহায়াপনা আর ময়লার ডাস্টবিন। দুর্গন্ধ ছড়াবেই এটা তার স্বাধীনতা।

উলংগ বেহায়াপনা আর ময়লার ডাস্টবিন। দুর্গন্ধ ছড়াবেই এটা তার স্বাধীনতা। আপনি ভাবতেই পারেন আধুনিকতার নামে আপনি ভিনদেশী কালচার খেয়ে স্বাধীন Read more

দেখা হয় নাই… ঘর হতে শুধু দুই পা ফেলিয়া।

দেখা হয় নাই... ঘর হতে শুধু দুই পা ফেলিয়া। জুতা পায়ে হেটে সেখানে প্রবেশ নিষেধ, এমনকি সাইকেলেও আছে নিষেধাজ্ঞা। ভাবছেন Read more

বনী ইসরাঈল গোষ্ঠীর হিব্রু ভাষার ইহুদিদের পোশাক কিভাবে উন্নত পোশাকের পরিচিতি পালো ?

বাংলার জাতীয় পোশাক কি ? কেনো উন্নত পরিবেশে লুঙ্গি নিয়ে মস্করা হয় ? বনী ইসরাঈল গোষ্ঠীর হিব্রু ভাষার ইহুদিদের পোশাক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন