দুর্নীতির শীর্ষে টেলিটক
অবৈধ ভিওআইপিতে সিম, চার অপারেটরকে ৭ কোটি ৬৫ লাখ টাকা জরিমানা
# টেলিটক ৫ কোটি টাকা সিম ৩২ হাজার ৮৪৫ টি
# রবি ২ কোটি টাকা সিম ১৬ হাজার ৩৯০টি
# গ্রামীণফোন ৫০ লাখ টাকা সিম ২ হাজার ৩৫৬ টি
# বাংলালিংক ১৫ লাখ টাকা সিম ৭৫৩ টি
পুরো টাকা ৩০ জুনের মধ্যে পরিশোধ করতে হবে।
বিটিআরসির ভাইস চেয়ারম্যান সুব্রত রায় মৈত্র বলেন, কমিশন নিজের ক্ষমতাবলে চূড়ান্তভাবে এই সিদ্ধান্ত নিয়েছে। তিনি আরও বলেন, অবৈধ ভিওআইপিতে অপারেটরদের সিমগুলো ব্যবহৃত হয়েছে। কীভাবে এসব সিম বাজারে এল, ব্যবহৃত হলো, তার জবাব অপারেটররা ঠিকমতো দিতে পারেনি।