১} যখন আসবে আল্লাহর সাহায্য ও বিজয়।
২} আর আপনি মানুষকে দলে দলে আল্লাহ্র দ্বীনে প্রবেশ করতে দেখবেন।
৩} তখন আপনি আপনার রবের প্ৰশংসাসহ তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করুন এবং তার কাছে দয়া প্রার্থনা করুন, নিশ্চয় তিনি তাওবা কবুলকারী।
সূরাঃ ১১০/ আন-নাসর – আয়াত সংখ্যা ৩ মদিনায় অবতীর্ণ।
ভাবছেন মুসলিরাতো দলে দলে বিভক্ত, কিভাবে বিজয় আসবে?
বিজয় যখন আসবে ফেতনাবাজ ও মুখোশধারীর মুখোশ খুলে যাবে।
কালেমার পতাকা যেদিন উড়বে, ইহুদিবাদীরা কোথায় পালাবে ?