আমি কেমন মুসলিম, স্রষ্টা আছে কিন্তু আমি বুজিনা?
অনেকেই বলে আমি জীন বিস্বাস করি না, অথচ কোরআনে একটি সূরা জীন বিস্তারিত যেখানে বলা হয়েছে।
আমি ইবলিসের বিষয়টা পুরোপুরি বিস্বাস করতামনা, ভাবতাম এগুলো ভয় দেখানোর জন্য বলে।
আমি প্রেমে ছেকা খেয়ে স্রষ্টার উপর রাগ করেছি, উনি আমার এ সামান্য চাওয়া পূরণ করলোনা। চেহারায় যে নূর আর গুনাহের কালি ভাসে আমি বুজতামনা। আমি কোনো ইবাদতে তৃপ্তি পেতামনা সবাই নামাজ পড়ে আমিও পড়তাম মাজে মাজে। একসময় আমি হিন্ধু ধর্ম আর ইবলিশ নিয়ে গবেষণা শুরু করি, তখনো আমি আদ্ধাতিকতা বিস্বাস করতাম না। কিন্তু মনে প্রশ্ন ছিল বড় হুজুর পানি পড়ে দিলো আর খেতের সব ইঁদুর কোথায় গেলো।
শুরু করি সবসময় আউযুবিল্লাহ পড়া এমন কি সিগারেট খাওয়ার সময়ও, আজ আমি বুজি স্রষ্টা আর ইবলিশ কি আর আদ্ধাতিকতা কাকে বলে।