যে ত্যাগের জন্য পুত্রের গলায় বাবার ছুরি,
সময়ের ব্যবধানে গোস্ত নিয়ে কামড়াকামড়ি।
বৃটিশ সরকারের সৃষ্ট ছদ্ধবেশি আহলে হাদীস নামের দলটি নানা ফতুয়া দিয়েও সেদিন তাদের ইবলিশী শক্তি বাস্তবায়ন করতে পারেনি।
তাদের বিরোধিতা করে জীবন দিতে হয়েছে ভারতের দেওবন্দ সহ বিভিন্ন মাদ্রাসার বহু আলেম ও ছাত্রকে। যাক ব্রিটিশ পালিয়ে গেলেও বন্ধ হয়নি মাজারে ঠাকুরের লাল পৈতা বিক্রি যে দড়ি হাতে বা গলায় জুলালে পাবেন শান্তি আর বাক্সে টাকা দিলে কবরের কংকালটাও আপনার মনের আশা পূরণ করবে।
এরকম কাদিয়ানী লা মাজাবী দেওয়ানবাগী আরো কত কি আবিষ্কার হলে।
ইহুদিবাদের সাথে এদের কোনো বিরোধ নেই এদের যত দুঃখ বাংলার প্রাচীন মাদ্রাসার আলেমদের নিয়ে।
তাদের দাবি, হাজার বছরের পুরোনো নিয়ম নীতি ভুল এগুলো জাল হাদীস আমরা মানিনা আর মাজহাবের নামে মুরোগবিদের মতামত কেন মানবো আমরা কি কম বুজি ?
এ দালালেরা যেটা বলে সেটাই নাকি ঠিক আর সব ভুল যেটা ইবলিসের দাবি ছিল, এভাবে তারা ১০ জন ১০ কথা বলে আপনাকে বিভ্রান্ত করে দেবে।