রাঙ্গামাটিতে দেড় কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে রাঙামাটি জেলা ডিবি পুলিশ। সোমবার (৭ জুলাই) দুপুর আড়াই টার দিকে রাঙামাটি কোতোয়ালি থানার আওতাধীন শহরের হ্যাপিমোড় এলাকার টেলিটক কাস্টমার কেয়ারের বিপরীত পাশে সড়ক থেকে উদ্দীপ চাকমা (২৪) ও রাজন চাকমা (৩০) কে গাঁজাসহ একটি নাম্বারবিহীন অটোরিক্স জব্দ করা হয়।রাঙামাটি জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) দৌস মোহাম্মদ এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।আটককৃতরা রাঙ্গামাটি নানিয়ারচর উপজেলার ৫নং ওয়ার্ড বিহারি পাড়া গ্রামের বাসিন্দা বিমল কান্তি চাকমা ও অশোক চাকমা’র ছেলে বলে নিশ্চিত করেছেন ওসি।রাঙামাটি জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) দৌস মোহাম্মদ জানান, ব্যবসায়িক উদ্দেশ্যে রাঙামাটি শহর থেকে গাঁজা কিনে এরা রাঙ্গামাটি শহরে বাহিরে বিক্রির জন্য নিয়ে যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে আমরা সুকৌশলে এ অভিযান পরিচালনা করে তাদের মাদকসহ আটক করতে সক্ষম হই। আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য ও চোরাচালানের মামলা দায়ের করা হবে।এনআই
Source: সময়ের কন্ঠস্বর