মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে গ্রাম্য সালিশ বৈঠকে সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষের ৬ জন আহত হয়েছে। উপজেলার পাচগাও ইউনিয়নের মধ্য খলাগাও গ্রামে বুধবার (২ এপ্রিল) বিকেলে এ ঘটনা ঘটে। খবর নিয়ে জানাগেছে, সম্প্রতি খলাগাও গ্রামের মৃত শাহজাহান ঢালীর ছেলে সেন্টু ঢালীর বিরুদ্ধে পরকিয়া সম্পর্কের গুঞ্জন এলাকায় ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠে ওই গ্রামের দেলোয়ার হোসেন মোল্লার বিরুদ্ধে। এ ঘটনায় দেলোয়ার মোল্লার বিরুদ্ধে বিচার শালিসি ডাকে সেন্টু ঢালী। বুধবার (২ এপ্রিল) বিকেলে খলাগাও মসজিদ মাঠে এ বিচার শালিসি চলাকালে গ্রাম্য মাতবরদের কথা মত দেলোয়ার হোসেন মোল্লা সেন্টুর কাছে ক্ষমা চান। পরবর্তীতে উপস্থিত সবার সামনেই সেন্টুর ভাই কালু ঢালী দেলোয়ার মোল্লাকে মারধর করে।এক পর্যায়ে ওই এলাকার রহিম ঢালী বলেন, মসজিদের সামনে কেউ মারামারি করবেন না। এতে ক্ষীপ্ত হয়ে সেন্টু ঢালী, মন্টু ঢালী ও কালু ঢালী গংরা রহিম ঢালীকে (৫৫) মারধর করে। পরে রহিম ঢালীর লোকজন এগিয়ে আসলে তাদের সাথেও মারামারির ঘটনা ঘটে। এতে রহিম ঢালী, তার স্ত্রী ময়না বেগম (৪৫), ছেলে রাব্বি (২২) আহত হয়। অপরপক্ষের কালু ঢালী (৪২), সেন্টু ঢালী (৪০) ও মন্টু ঢালী (৩৮) আহত হয়। পরবর্তীতে এলাকাবাসী এসে আহতদের টঙ্গীবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়।এ বিষয়ে টঙ্গীবাড়ী থানার ডিউটি অফিসার রবিউল ইসলাম বলেন, মারামারির ঘটনায় উভয়পক্ষের লোকজন থানায় এসেছে৷ উভয় পক্ষের অভিযোগ প্রক্রিয়াধীন।
Source: সময়ের কন্ঠস্বর