গাজীপুর উপজেলার শ্রীপুর থানাধিন জৈইনা ফুটওভার ব্রিজের নিচ থেকে অভিযান চালিয়ে ১৬০ বোতল ভারতীয় মদ সহ দুই মাদক কারবারিকে আটক করেছে জেলা পুলিশ। যার বাজার মূল্য ৫ লক্ষ ২৮ হাজার টাকা। শনিবার(২১জুন) বিকেলে জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন গাজীপুর জেলা পুলিশ সুপার ড.চৌধুরী মো.যাবের সাদেক।গ্রেপ্তারকৃতরা হলেন,সিরাজগঞ্জ জেলার চৌমুহনী থানার বোয়ালকান্দি এলাকার মৃত আমির হামজার ছেলে ইমরান হোসেন ও নেত্রকোনা রৌহা জামতলা এলাকার মৃত শাহাবুদ্দিনের ছেলে আরিফ হোসেন বাপ্পি। গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস দল অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) আমিনুল ইসলাম বিপিএম এর তত্ত্বাবধানে বিশ্বস্ত সূত্রের ভিত্তিতে গাজীপুর জেলার শ্রীপুর থানাধীন জৈনা ফুটওভার ব্রীজের নিচে ময়মনসিংহ-ঢাকাগামী পাকা রাস্তার উপর নেত্রকোণা জেলার কলমাকান্দা হতে আগত একটি মাহিন্দ্র বলেরো কভার্ড ভ্যান যার রেজিঃ নং-ঢাকা মেট্রো-ন-২১-০০৭৬ সিগন্যাল দিয়ে থামিয়ে কভার্ডভ্যানটি তল্লাশী করে ভ্যানের ভিতরে ৪টি প্লাস্টিকের বস্তায় রক্ষিত ১৬০ বোতল বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদ উদ্ধার করে। আসামীদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায়, মাদকদ্রব্য ক্রেতা শ্রীপুর থানাধীন মাওনা এলাকার জনৈক তাজুল ইসলামের নিকট বিক্রি করার জন্য নিয়ে আসে। সে পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায়। উক্ত ঘটনার বিষয়ে শ্রীপুর থানার মামলা নং-৪৫, তাং-২১/০৬/২০২৫ খ্রি. ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) টেবিল এর ২৪(খ)/৪১ রুজু করা হয়েছে। পলাতক আসামী তাজুল ইসলামকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত আছে। ধৃত আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করার আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।এনআই
Source: সময়ের কন্ঠস্বর