ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদে প্লেন বিধ্বস্তের ঘটনায় ক্ষতিগ্রস্তদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।মাইক্রোব্লগিং সাইট ‘এক্স’-এ একটি পোস্টে তিনি বলেন, “আহমেদাবাদের ট্র্যাজেডি আমাদের হতবাক এবং দুঃখিত করেছে। হৃদয়বিদারক এই ঘটনা ভাষায় প্রকাশ করার মতো নয়।”“এই দুঃখের মুহূর্তে, আমার চিন্তাভাবনা সকল ভুক্তভোগীর সঙ্গে আছে,” যোগ করেন মোদি।মোদি বলেন, “ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য সংশ্লিষ্ট মন্ত্রী এবং কর্তৃপক্ষের সঙ্গে ইতোমধ্যে যোগাযোগ করেছি।”জানা যায়, ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এআই১৭১ বিধ্বস্ত হয়। এ সময় প্লেনটিতে ২৪২ জন আরোহী ছিলেন। এর মধ্যে ২৩২ জন যাত্রী ও বাকি ১০ জন ছিলেন কেবিন ক্রু।এয়ার ইন্ডিয়া জানিয়েছে, এর মধ্যে ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ, একজন কানাডিয়ান এবং সাতজন পর্তুগিজ নাগরিক ছিলেন।সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে স্থানীয় চিকিৎসকদের একটি হোস্টেলের ওপর প্লেনটি বিধ্বস্ত হয়। এটি আহমেদাবাদ থেকে লন্ডনের গেটউইক যাচ্ছিল। সূত্র: বিবিসিএমআর-২
Source: সময়ের কন্ঠস্বর