কয়েক দিনের কঠোর বিচ্ছিন্নতার পর ধীরে ধীরে ইরানে ফিরতে শুরু করেছে ইন্টারনেট সংযোগ। পরিবার ও প্রিয়জনদের সঙ্গে যোগাযোগহীনতায় থাকা লাখো মানুষ অবশেষে নতুন করে যোগাযোগের সুযোগ পাচ্ছেন।সংবাদমাধ্যম তাসনিম নিউজ ইরানের তথ্য ও প্রযুক্তি মন্ত্রীর বরাত দিয়ে বলা হয়েছে, ‘আন্তর্জাতিক ইন্টারনেট সংযোগ’ খুব দ্রুতই পুরোপুরি সচল হবে।সপ্তাহের শুরুতে দেশব্যাপী মোবাইল ও ইন্টারনেট সংযোগ একযোগে বিচ্ছিন্ন করে দেওয়া হয়, যার ফলে প্রায় ৯ কোটিরও বেশি মানুষ একপ্রকার বিশ্ব থেকে আলাদা হয়ে পড়েন।সরকারের দাবি, ইসরায়েলি সাইবার হুমকির প্রেক্ষিতে এই ব্যবস্থা নেওয়া হয়েছিল ‘জাতীয় নিরাপত্তা’ রক্ষায়। কিন্তু এতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন সাধারণ নাগরিকেরা। ইন্টারনেট বিচ্ছিন্ন থাকায় বহু মানুষ জানতে পারেননি, তাদের পরিবার বা আত্মীয়স্বজন নিরাপদে আছেন কি না।মানবাধিকার সংস্থাগুলো এই ইন্টারনেট বিচ্ছিন্নতাকে ‘গুরুতর মানবাধিকার লঙ্ঘন’ বলে উল্লেখ করেছে। তবে ইরান সরকার তাদের অবস্থানে অনড়—জাতীয় স্বার্থেই এমন পদক্ষেপ নিয়েছে বলেই জানানো হয়েছে।রাজধানী তেহরানসহ বিভিন্ন শহরে মোবাইল নেটওয়ার্ক ও ওয়াই-ফাই সংযোগ ধীরে ধীরে ফিরে আসছে। তবে দেশটির অনেক গ্রামীণ অঞ্চলে এখনো ইন্টারনেট সংযোগ পুনরুদ্ধার হয়নি বলে অভিযোগ পাওয়া যাচ্ছে।আরডি
Source: সময়ের কন্ঠস্বর