নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে আরো দুইটি মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানো হয়েছে। আজ শনিবার (১৭ মে) দুপুরে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম চৌধুরীর আদালতে তুহিন হত্যা ও দুলাল হোসেন হত্যাচেষ্টা মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানোর আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।এছাড়াও একটি মামলায় আইভীর ৭ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ। রিমান্ড শুনানি পরবর্তী তারিখে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক কাইয়ুম খান।সাবেক মেয়র আইভীর আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন জানান, মিনারুল হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আইভীকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়েছিল। আজ রাষ্ট্রপক্ষ আদালতে আইভীর বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানার আরও দুটি মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানোর আবেদন করে। একইসঙ্গে আমরা, আসামিপক্ষও, এই দুটি মামলাসহ আইভীর বিরুদ্ধে বিভিন্ন থানায় দায়েরকৃত আরও পাঁচটি মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানোর আবেদন জানিয়েছি।আইনজীবী আওলাদ হোসেন জানান, এসব মামলায় শ্যোন অ্যারেস্ট না দেখানো পর্যন্ত পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া সম্ভব হচ্ছে না। আদালত রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে দুটি মামলায় শ্যোন অ্যারেস্ট মঞ্জুর করেছেন এবং অন্যান্য মামলাগুলোতেও শ্যোন অ্যারেস্ট দেখানোর বিষয়ে ইতিবাচক মত দিয়েছেন। শুনানিকালে কাশিমপুর কারাগার থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন সাবেক মেয়র আইভী।বিষয়টি নিশ্চিত করে আদালত পুলিশের পরিদর্শক আব্দুল কাইয়ুম খান বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত তুহিন হত্যা এবং দুলাল হোসেন হত্যাচেষ্টা মামলায় তদন্তকারী কর্মকর্তা শ্যোন অ্যারেস্ট দেখানোর আবেদন করেন। পাশাপাশি একটি মামলায় আইভীর সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। যার শুনানি পরবর্তীতে অনুষ্ঠিত হবে।এর আগে গত ৯ মে ভোরে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভীকে মিনারুল হত্যা মামলায় গ্রেপ্তার করে। পরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাইনুদ্দিন কাদেরের আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ১২ মে নারায়ণগঞ্জের একটি আদালতে আইভীর জামিন আবেদন করা হলে তা খারিজ হয়ে যায়।এছাড়া, আইভীকে গ্রেপ্তারে বাধা দেওয়া এবং পুলিশের ওপর হামলার অভিযোগে ৫২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২০০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছে পুলিশ।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্রস্তুতি শেষ হলে রমজানের আগেই নির্বাচন করা যেতে পারে: ড. ইউনূস
প্রস্তুতি শেষ হলে রমজানের আগেই নির্বাচন করা যেতে পারে: ড. ইউনূস

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে বৈঠক শেষ হয়েছে। বৈঠকে রমজানের আগে নির্বাচনের আয়োজন Read more

সিঙ্গাপুর ম্যাচেও শুরুর একাদশে থাকবেন না জামাল!
সিঙ্গাপুর ম্যাচেও শুরুর একাদশে থাকবেন না জামাল!

সাধারণত জাতীয় দলের অধিনায়ক মানেই ধরে নেওয়া হয় তার একাদশে থাকা অনেকটা নিশ্চিত। তবে সম্প্রতি বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন