মাদারীপুরের শিবচর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজীব (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।শুক্রবার (১৩ জুন) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কুতুবপুর ইউনিয়নের আবেদ আলী মুন্সীর কান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, রাজীব ওই এলাকার দেলোয়ার শিকদার ও মমতাজ দম্পত্তির ছোট ছেলে। তিনি পাশের বাড়ি—নিজের নানা মান্নান শিকদারের বাড়িতে একটি পুরনো ঘর ভাঙার কাজ করছিলেন। বিদ্যুতের মেইন লাইন বন্ধ না করেই কাজ শুরু করলে হঠাৎ বিদ্যুতের তারে হাত লেগে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।স্থানীয় সাবেক ইউপি সদস্য হাসমত মুন্সী বলেন, “রাজীবের নিজ বাড়ি ও নানাবাড়ি পাশাপাশি। নানার বাড়ির পুরনো ঘর ভাঙতে গিয়ে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়।”রাজীবের নানা মান্নান শিকদার বলেন, “রাজীব আমার খুব আদরের নাতি ছিল। দুর্ঘটনার পর দ্রুত হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো সম্ভব হয়নি।”শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখ বলেন, “এ ধরনের কোনো ঘটনার খবর এখনো থানায় আসেনি। কেউ অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”এইচএ
Source: সময়ের কন্ঠস্বর