কুড়িগ্রামের উলিপুরে চারটি বসতঘর, আসবাবপত্র ও দুটি ছাগল আগুনে পুড়ে গেছে। সোমবার (২১ জুলাই) দিবাগত রাত দেড়টায় উপজেলার দুর্গাপুর ইউনিয়নের মন্ডল পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।জানা গেছে, ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে গত সোমবার রাতে ওই এলাকার হোসেন আলীর বাড়ির শয়ন ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। গভীর রাতে হঠাৎ আগুন দেখতে পেয়ে স্থানীয়রা ছুটে এসে আগুন নেভাতে চেষ্টা করে, কিন্তু নিয়ন্ত্রণে আনতে পারেননি। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে উলিপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।ক্ষতিগ্রস্ত হোসেন আলী ও ফাতেমা বেগম দম্পতি জানান, ‘আমাদের স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেছে। আমরা সর্বস্বান্ত হয়ে গেছি।’ এতে চার লাখ টাকার অধিক ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগী পরিবারটি জানিয়েছে।উলিপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন ইনচার্জ আব্বাস আলী বলেন, ‘বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত সাপেক্ষে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা হবে।’এসআর
Source: সময়ের কন্ঠস্বর