ফিলিস্তিনের গাজার পরিস্থিতিকে ‘মর্মান্তিক ঘটনা’ এবং ‘মানবিক বিপর্যয়’ হিসেবে বর্ণনা করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একইসঙ্গে উপত্যকাটিতে ত্রাণ সরবরাহের ওপর ইসরাইলি নিষেধাজ্ঞার সমালোচনা করে এটিকে ‘বিশেষ উদ্বেগজনক’ বলে অভিহিত করেন তিনি। শনিবার (১০ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুরস্কের বার্তাসংস্থা আনাদোলু। মস্কোতে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে সাক্ষাতকালে পুতিন জানান, মস্কো ফিলিস্তিনি-ইসরাইলি সংঘাতকে ‘উদ্বেগ এবং সহানুভূতির’ সঙ্গে দেখছে। তিনি বলেন, ‘জর্ডান নদীর পশ্চিম তীরেও উত্তেজনা বাড়ছে। গাজা সত্যিকার অর্থে একটি মানবিক বিপর্যয়ের সম্মুখীন হচ্ছে। রাশিয়া ফিলিস্তিনি জনগণের বন্ধু হিসেবে নিয়মিত সহায়তা দেওয়ার চেষ্টা করে। গত এক বছরে, খাদ্য, ওষুধ এবং প্রয়োজনীয় সরবরাহ সহ ৮০০ টনেরও বেশি পণ্য গাজাবাসীদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। রুশ প্রেসিডেন্ট পুতিন এ সংঘাত সমাধানের বিষয়ে রাশিয়ার অবস্থান পুনর্ব্যক্ত করে বলেন, এই অঞ্চলে টেকসই শান্তি অর্জন করা সম্ভব কেবল একটি সর্বজনীনভাবে স্বীকৃত আন্তর্জাতিক আইনি কাঠামোর ভিত্তিতে যা দুদেশের জনগণের জন্য দুটি রাষ্ট্র প্রতিষ্ঠাকে সমর্থন করে।তিনি বলেন, ‘উত্তেজনা কমাতে রাশিয়া আর কী করতে পারে সে বিষয়ে আমরা মতামত বিনিময় করব। স্বাভাবিকভাবেই, আমরা দ্বিপাক্ষিক এজেন্ডায় গুরুত্বপূর্ণ বিষয়গুলোও তুলে ধরব। ‘আব্বাস রাশিয়ার সমর্থনের জন্য পুতিনকে ধন্যবাদ জানান এবং বলেন, মস্কো ‘ন্যায়বিচার, ফিলিস্তিনি রাষ্ট্র গঠন এবং ফিলিস্তিনি জনগণের অধিকার’কে ধারাবাহিকভাবে সমর্থন করে আসছে।ফিলিস্তিনি প্রেসিডেন্টের মতে, তার প্রশাসন ইসরাইলের সঙ্গে যুদ্ধবিরতি সমর্থন করে এবং ফিলিস্তিনিদের পুনর্বাসন বা গাজায় বিদেশি প্রশাসন প্রতিষ্ঠার প্রস্তাব প্রত্যাখান করে। তিনি জোর দিয়ে বলেন, ‘কোনো আমেরিকান বা বিদেশি গাজা উপত্যকায় শাসন করতে পারবে না। আমরা এই অঞ্চলের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করতে চাই। আমরা ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে গা ২০২৩ সালের ৭ অক্টোবর দক্ষিণ ইসরাইলে হামলা চালায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। এদিন তারা ১২০০ মানুষকে হত্যা করে প্রায় ২৫১ জনকে জিম্মি করে নিয়ে যায়।হামাসের হামলার প্রতিশোধে ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরাইলি সেনাবাহিনী।  এতে নিহত হয়েছেন ৫২ হাজারেরও বেশি ফিলিস্তিনি।  আহত হয়েছেন এক লাখ ১৮ হাজারেরও বেশি।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পা দিয়ে পিষে তৈরি হচ্ছিল লাচ্ছা সেমাই, জরিমানা ১ লাখ
পা দিয়ে পিষে তৈরি হচ্ছিল লাচ্ছা সেমাই, জরিমানা ১ লাখ

নাটোরের সিংড়ায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে পা দিয়ে পিষে, মানসম্মত ব্যতীত লাচ্ছা সেমাই উৎপাদন ও বিক্রি করার অপরাধে জাহিদুল ইসলাম Read more

পাকিস্তানে শিয়া সুন্নি সহিংসতায় ৮০ জনের বেশি নিহত
পাকিস্তানে শিয়া সুন্নি সহিংসতায় ৮০ জনের বেশি নিহত

আফগান সীমান্তের কাছে উপজাতীয় জেলা কুররামে তিন দিনের এ সহিংসতায় আহত হয়েছে আরও অন্তত ১৫৬ জন। সেখানকার শিয়া ও সুন্নি Read more

ঈদের জামাতে দ্রুত নির্বাচন চেয়ে দোয়া প্রার্থনা
ঈদের জামাতে দ্রুত নির্বাচন চেয়ে দোয়া প্রার্থনা

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) প্রথমবারের মতো ঈদুল ফিতরের প্রধান জামাতের আয়োজন করেছে। সোমবার (৩১ মার্চ) সকাল সাড়ে ৮টায় রাজধানীর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন