সৌদি আরবে একজন নারীকে যৌন হয়রানি করার অপরাধে এক বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১৭ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সৌদি আরবের বার্তাসংস্থা সৌদি গেজেট। সৌদি আরবের আল-বাহা অঞ্চলে গত মঙ্গলবার নিরাপত্তা বাহিনীর সদস্যরা এক অভিযোগের ভিত্তিতে জহিরুল ইসলাম নামে এক বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করে। তবে সৌদি পুলিশ ঐ প্রবাসী বাংলাদেশির বিস্তারিত তথ্য প্রকাশ করেনি। সৌদি পুলিশ জানান, অভিযুক্তকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের পরে তাকে আদালতে নেওয়া হবে এবং তার অপরাধ অনুযায়ী আদালত শাস্তি দিবেন।এআই
Source: সময়ের কন্ঠস্বর