ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের নতুন বাজার মোল্লা বাড়ীতে বিদ্যুৎপৃষ্ট হয়ে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু হয়েছে। মাওলানা মরহুম আতিকুর রহমান আবু মোল্লার ছোট ছেলে গোপীনাথপুর নতুন বাজারের ব্যবসায়ী মোঃ আবুল খায়ের মোল্লা (৫৫) এবং মোঃ আবু তাহের মোল্লার ছোট ছেলে মোঃ জাকারিয়া মোল্লা (২২)। তাদের মর্মান্তিক মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।জানা গেছে, বুধবার (১৬ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে নিজের পুকুর থেকে পানি সেচ দেওয়ার জন্য বৈদ্যুতিক মোটর চালু করতে গিয়ে প্রথমে মোহাম্মদ আবুল খায়ের মোল্লা বিদ্যুৎপৃষ্ট হলে সাথে থাকা তার চাচাতো ভাই মোহাম্মদ জাকারিয়া মোল্লা তাকে বাঁচাতে এগিয়ে আসলে সেও বিদ্যুৎপৃষ্ট হলে গুরুতর আহত হয়। তাদেরকে সাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। কসবা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল কাদের মৃত্যুর বিষয়ে নিশ্চিত করেছেন। এসআর
Source: সময়ের কন্ঠস্বর