বঙ্গোপসাগরে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞার সময়সীমা পরিবর্তন করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এতে প্রতিবছর ১৫ এপ্রিল (১৪ এপ্রিল দিবাগত মধ্যরাত) থেকে ১১ জুন পর্যন্ত ৫৮ দিন নিষেধাজ্ঞার সময়সীমা নির্ধারণ করা হয়েছে। একই সময়ে নিষেধাজ্ঞা থাকবে বঙ্গোপসাগরের ভারতের জলসীমায়ও। এ ক্ষেত্রে ভারতের নিষেধাজ্ঞা শেষ হওয়ার দুই দিন আগে বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় নিষেধাজ্ঞা শেষ হবে। নতুন নিয়ম অনুযায়ী, দেশে এ বছর নিষেধাজ্ঞা শুরু হচ্ছে আজ সোমবার দিবাগত মধ্যরাত থেকে।এদিকে ৫৮ দিন গভীর সমুদ্রগামী ফিশিং ভেসেলের সঙ্গে উপকূলীয় ইলিশ শিকারি ইঞ্জিনচালিত কাঠের ট্রলারে নিষেধাজ্ঞা দেওয়ায় বেকার হয়ে পড়েছেন বরগুনাসহ দক্ষিণাঞ্চলের কয়েক লাখ জেলে। তবে ভারতীয়দের সঙ্গে মিলিয়ে অবরোধ দেওয়ায় তাঁরা খুশি।মেরিন ফিশারিজ অর্ডিন্যান্স অনুযায়ী, ২০১৫ সাল থেকে প্রতিবছর ৬৫ দিন বঙ্গোপসাগরে মাছ ধরায় নিষেধাজ্ঞা আরোপ করা হয়। শুরুতে শুধু ইন্ডাস্ট্রিয়াল ট্রলারগুলো এই নিষেধাজ্ঞার আওতায় থাকলেও ২০১৯ সাল থেকে সব ধরনের নৌযানকে এর আওতায় আনা হয়। ২০ মে থেকে ২৩ জুলাই নিষেধাজ্ঞার এই সময়ে উপকূলের কয়েক লাখ জেলে দুর্বিষহ অবস্থার মুখোমুখি হন। নিষেধাজ্ঞার সময়সীমা পুনর্বিন্যাস করার জন্য বরিশালসহ দক্ষিণাঞ্চল এবং দেশের উপকূলীয় এলাকার জেলেরা নৌ অবরোধ, মানববন্ধনসহ নানা আন্দোলনের মাধ্যমে তাঁদের দাবি তুলে আসছিলেন। দেশের মৎস্যবিজ্ঞানীদেরও বিষয়টি নিয়ে গবেষণার তাগিদ ছিল। কিন্তু এত দিন বিষয়টি গুরুত্ব পায়নি। এ বছরই জেলেদের দাবি অনুযায়ী ভারতীয়দের সঙ্গে একই সময় নিষেধাজ্ঞা শুরু হতে যাচ্ছে।বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, ‘সম্প্রতি মৎস্য উপদেষ্টা ফরিদা আখতারের সঙ্গে আমরা বৈঠক করেছি। তখন আমরা তাঁকে বিষয়টি বোঝাতে সক্ষম হয়েছি। আমরা শুরু থেকেই এই নিষেধাজ্ঞা পুনর্বিবেচনার জন্য তৎকালীন প্রধানমন্ত্রীর কাছে দাবি করে আসছিলাম। কারণ, এতে সাগর-নদী মাছশূন্য হয়ে পড়েছিল। জেলেরা খুব কষ্টে আছেন। আমাদের ব্যবসা-বাণিজ্যও ধ্বংস হওয়ার অবস্থায় পৌঁছেছিল। দীর্ঘদিন পর হলেও এই সরকার এমন সিদ্ধান্ত নেওয়ায় আমরা খুব খুশি।’বরগুনা জেলা মৎস্য অফিসের তৈরি করা তালিকায় জেলায় নিবন্ধিত জেলে অর্ধ লক্ষাধিক। এর মধ্যে পাথরঘাটায় আছেন ১৬ হাজার ৮১১ জেলে। এ ছাড়া আরও কয়েক হাজার অনিবন্ধিত জেলে রয়েছেন উপকূলীয় এ এলাকায়।পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকনুজ্জামান খান বলেন, ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত মোট ৫৮ দিন বঙ্গোপসাগরে সব ধরনের মাছ ধরা বন্ধ থাকবে। এই নিষিদ্ধ সময়ে যাতে করে সমুদ্রগামী কোনো নৌযান মাছ শিকারে যেতে না পারে সে জন্য কোস্টগার্ড পাথরঘাটা স্টেশনকে বিষখালী নদী ও নৌ পুলিশ ফাঁড়ি চরদুয়ানিকে বলেশ্বর নদীর মোহনায় চেকপোস্ট স্থাপন করতে বলা হয়েছে।বঙ্গোপসাগরে মাছ ধরা বন্ধের কারণে যাতে সাধারণ মাঝি-মাল্লারা ক্ষতিগ্রস্ত না হন সেদিকে সরকারের নজর রয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ সফিউল আলম। তিনি বলেন, ক্ষতিগ্রস্ত মাঝি-মাল্লাদের পরিবারকে ভিজিএফ কার্ডের আওতায় আনা হবে। যে কার্ডের মাধ্যমে তাঁরা সরকারের কাছ থেকে রেশনিং সুবিধা পাবেন। এ ছাড়া নানা সহায়তা দেওয়া হতে পারে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আজ খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান
আজ খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান

সব শিক্ষাপ্রতিষ্ঠান পুরোদমে খুলছে আজ রোববার (১৮ আগস্ট)। একই দিনে খুলছে দেশের সব সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো।

পরিবহন সুবিধা না থাকলেও ফি দিচ্ছেন শিক্ষার্থীরা
পরিবহন সুবিধা না থাকলেও ফি দিচ্ছেন শিক্ষার্থীরা

শিক্ষার্থীদের জন্য কোনো ধরনের পরিবহন সুবিধা নেই সরকারি শহিদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের।

বাংলাদেশে সহিংসতায় অন্তত ৩২ শিশুর মৃত্যু: ইউনিসেফ
বাংলাদেশে সহিংসতায় অন্তত ৩২ শিশুর মৃত্যু: ইউনিসেফ

জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ জানিয়েছে, বাংলাদেশে সাম্প্রতিক সহিংসতায় অন্তত ৩২ শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় উদ্বেগ জানিয়েছেন সংস্থাটির দক্ষিণ এশিয়া Read more

শনিবার বন্ধ থাকবে বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি
শনিবার বন্ধ থাকবে বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি

ভারতে দোলযাত্রা বা দোল পূর্ণিমা উপলক্ষে সরকারি ছুটি থাকায় আগামী শনিবার (১৫ মার্চ) বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে দু‘দেশের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য Read more

এলজিইডি’র হিসাবরক্ষকের বিরুদ্ধে দুদকের মামলা
এলজিইডি’র হিসাবরক্ষকের বিরুদ্ধে দুদকের মামলা

আশাশুনি উপজেলা এলজিইডি’র হিসাবরক্ষক কাজী আবু হাফিজ ফসিউদ্দিন বর্তমানে অবসর প্রস্তুতিমূলক ছুটিতে (এলপিআর) রয়েছেন।

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন