ইউক্রেনে একটি ভারতীয় ওষুধ কোম্পানির গুদামে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার পর আগুন ধরে গেছে। ইউক্রেনের দূতাবাস রোববার (১৩ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেছে। ভারতে অবস্থিত ইউক্রেনীয় দূতাবাস অভিযোগ করেছে যে, রাশিয়া ইচ্ছাকৃতভাবে ইউক্রেনে ভারতীয় ব্যবসা প্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করছে। এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।ইউক্রেনের দূতাবাস এক বিবৃতিতে জানায়, রাশিয়ার একটি ক্ষেপণাস্ত্র ইউক্রেনে কুসুম নামের একটি ভারতীয় ওষুধ কোম্পানির গুদামে আঘাত হেনেছে। ভারতের সঙ্গে ‘বিশেষ বন্ধুত্বের’ দাবি করেও মস্কো ইচ্ছাকৃতভাবে ভারতীয় ব্যবসাগুলোকে লক্ষ্যবস্তু করছে। শিশু এবং বয়স্কদের জন্য তৈরি ওষুধ ধ্বংস করা হচ্ছে।ভারতীয় ব্যবসায়ী রাজীব গুপ্তের মালিকানাধীন কুসুম ইউক্রেনের বৃহত্তম ওষুধ কোম্পানিগুলোর মধ্যে একটি। বেশ কিছু সূত্র এনডিটিভিকে জানায়, একটি ক্ষেপণাস্ত্র নয় বরং একটি ড্রোন সরাসরি গুদামে আঘাত হেনেছে।কিয়েভের বিবৃতির আগে ইউক্রেনে নিযুক্ত ব্রিটেনের রাষ্ট্রদূত মার্টিন হ্যারিস জানান, রাশিয়ার হামলায় কিয়েভের একটি প্রধান ওষুধের গুদাম ধ্বংস হয়েছে। তবে মার্টিন আরও বলেছেন, রাশিয়ার ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে কোনো ক্ষেপণাস্ত্র নয়।রোববার সকালে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় অভিযোগ করেছে যে, ইউক্রেন গত কয়েকদিনে রাশিয়ার জ্বালানি অবকাঠামোতে পাঁচটি হামলা চালিয়েছে।ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে শান্তি এবং সহিংসতা বন্ধের আহ্বান জানালেও প্রকাশ্যে কোনো পক্ষের প্রতি আলাদা করে কোনো সমর্থন জানায়নি ভারত।২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে আক্রমণের পরপরই ভারত রাশিয়ার কাছ থেকে বিপুল পরিমাণ তেল কিনেছে। পশ্চিমা নিষেধাজ্ঞা এবং কিছু ইউরোপীয় দেশ রাশিয়ার তেল কেনা স্থগিত করায় উল্লেখযোগ্য ছাড়ে দেশটি থেকে তেল কেনার সুবিধা পেয়েছে ভারত।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কড়া নিরাপত্তায় সেন্টমার্টিন যাচ্ছে পণ্যবাহী ট্রলার
কড়া নিরাপত্তায় সেন্টমার্টিন যাচ্ছে পণ্যবাহী ট্রলার

কক্সবাজার টেকনাফের নাফনদীর ওপারে রাখাইন রাজ্যে দু'পক্ষের চলমান সহিংসতার কারণে গত কয়েক দিন ধরে বাংলাদেশ জলসীমা ও স্থলেভাগে কড়া নিরাপত্তা Read more

চীনের সাংহাইয়ের লিংকাং বিশেষ জোনে পাইলট পোর্ট ই-ভিসা চালু
চীনের সাংহাইয়ের লিংকাং বিশেষ জোনে পাইলট পোর্ট ই-ভিসা চালু

সাংহাইয়ের ফ্রি ট্রেড জোন লিংকাং বিশেষ এলাকার প্রতিষ্ঠানগুলোর আমন্ত্রণে আগত বিদেশিদের জন্য পোর্ট ই-ভিসা পরিষেবা চালু করেছে চীনের জাতীয় অভিবাসন Read more

শাফিন আহমেদের মৃত্যুতে শোকস্তব্ধ বন্ধু-সহকর্মীরা
শাফিন আহমেদের মৃত্যুতে শোকস্তব্ধ বন্ধু-সহকর্মীরা

বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড মাইলসের দীর্ঘ সময়ের ভোকাল, সুরকার ও গীতিকার শাফিন আহমেদ।

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন