কক্সবাজারের চকরিয়ার উপজেলাস্থ মাতামুহুরি নদী থেকে নিখোঁজ ব্যবসায়ী আবদুল জব্বার (৫০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১২ এপ্রিল) সকাল ৮টা ৩০ মিনিটে চকরিয়া মাতামুহুরি নদী থেকে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহযোগিতায় নিখোঁজ ব্যবসায়ী আবদুল জব্বারের মরদেহ উদ্ধার করে।স্থানীয়রা সকালে মাতামুহুরি নদীস্থ বিএমচর সেতুর সীমানায় চকরিয়া উপজেলার বরইতলি ইউনিয়নের পহরচাদা গোবিন্দপুর এলাকায় একটি লাশ ভাসতে দেখে। ফলে স্থানীয়া সাথে সাথে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেই। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহযোগিতায় মাতামুহুরি নদী থেকে নিখোঁজ ব্যবসায়ী আবদুল জব্বারের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।নিহত আবদুল জব্বার কক্সবাজারের পেকুয়া উপজেলার শীলখালী ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে। এছাড়া তিনি একজন গরু ব্যবসায়ী। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, মাতামুহুরি নদীতে একজন ব্যবসায়ীর লাশ ভাসতে দেখার খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠাইছি। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয় লোকদের সহযোগিতা নিখোঁজের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহতের পরিবার থেকে অভিযোগ করার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে পুলিশ মাতামুহুরি নদীতে ব্যবসায়ী আবদুল জব্বার নিখোঁজ হওয়ার ঘটনা উদঘাটনের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে।উল্লেখ্য, শুক্রবার (১১ এপ্রিল) বিকাল ২টার দিকে চকরিয়া উপজেলার বরইতলি ইউনিয়নের পহরচাঁদা গোবিন্দপুর এলাকায় (বিএমচর সংযোগ ব্রীজস্থ) মাতামুহুরি নদীতে ব্যবসায়ী আবদুল জব্বার নিখোঁজ হওয়ার ঘটনা ঘটে।এআই
Source: সময়ের কন্ঠস্বর