মালয়েশিয়ায় অবৈধভাবে বসবাস ও বিভিন্ন অপরাধের অভিযোগে বাংলাদেশিসহ ২৮৮ অনিবন্ধিত অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ।বৃহস্পতিবার (১০ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দেশটির সেলাঙ্গর রাজ্যের হেনতিয়ান কাজাংয়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছেন অভিবাসন বিভাগের উপ-মহাপরিচালক (অপারেশন) জাফরি এমবোক তাহা।আটককৃত অভিবাসীদের মধ্যে বাংলাদেশ, ইন্দোনেশিয়া, মিয়ানমার, ভিয়েতনাম, পাকিস্তান, নেপাল, ভারত, শ্রীলঙ্কার নাগরিক রয়েছে। তাদের মধ্যে ২৪২ জন পুরুষ ও ৪৬ জন নারী।দেশটির জাতীয় নিবন্ধন বিভাগ এবং বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর সমন্বিত অভিযানে কাজাংয়ের পাঁচ তলা বিশিষ্ট একটি বিল্ডিংয়ের ছয়টি ব্লকে প্রথমে ৭৮৫ জন বিদেশি এবং ২৫০ জন স্থানীয়কে তল্লাশি করা হয়েছে, যেখানে বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং বিদেশি শ্রমিকদের আবাসিক স্থান রয়েছে।তল্লাশি শেষে ২৮৮ অভিবাসীর কাছে দেশটিতে থাকার বৈধ কাগজপত্র না থাকায় তাদের আটক করা হয়েছে। তাদের সবার বয়স ১৮ থেকে ৬০ বছরের মধ্যে। তাদের বিরুদ্ধে পরিচয়পত্র না থাকা, কাজের পারমিটের শর্ত লঙ্ঘন, অতিরিক্ত সময় ধরে অবস্থান, অপরিচিত কার্ডধারী এবং অভিবাসন আইন লঙ্ঘনকারী অন্যান্য অপরাধের অভিযোগ রয়েছে।আটককৃতদের বিরুদ্ধে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ অভিবাসন আইন ১৯৫৯/৬৩, পাসপোর্ট আইন ১৯৬৬, অভিবাসন বিধি ১৯৬৩ এবং মানব পাচার ও অভিবাসী চোরাচালান বিরোধী আইন ২০০৭-এর অধীনে অভিযোগে তদন্ত করা হচ্ছে বলেও জানানো হয়।এনআই
Source: সময়ের কন্ঠস্বর