১৯৫৫ সালের পর ইংলিশ ঘরোয়া লীগে কোন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়নি নিউক্যাসেল।ফলে দলটির হয়ে খেলা কয়েক প্রজন্ম পায়নি শিরোপার স্বাদ। অবশেষে দীর্ঘ ৭০ বছরের প্রতীক্ষার অবসান স্মরণীয় জয় দিয়ে করেছে নিউক্যাসেল।ওয়েম্বলিতে লিভারপুলকে ২-১ গোলে হারিয়েছে নিউক্যাসল। ড্যান বার্নের গোলের পর আলেক্সান্ডার ইসাক ব্যবধান দ্বিগুণ করেন। পরে ব্যবধান কমান ফেডেরিকো কিয়েসা।১৯৫৫ সালে এফএ কাপ জয়ের পর আবারও চ্যাম্পিয়নের ট্রফিটা হাতে নিতে পারল উত্তর-পূর্ব ইংল্যান্ডের ক্লাবটি। আর তাতে এফএ কাপ, চ্যাম্পিয়নস লিগের পর লিভারপুল সুযোগ হারাল লিগ কাপ জয়েরও। আর্নে স্লটের দলের শিরোপা–স্বপ্ন এখন টিকে আছে শুধু প্রিমিয়ার লিগেই।ম্যাচের শুরু থেকেই লিভারপুলকে চাপে রাখে নিউক্যাসল। একাধিক সুযোগ তৈরি করেও জালের দেখা পেতে ব্যর্থ হয়। প্রথমার্ধের যোগ করা সময়ের প্রথমবার জালের দেখা পায় দলটি। ট্রিপিয়ারের কর্নারে বল পেয়ে হেডে জালে বল পাঠান বার্ন। লিড ধরে রেখেই বিরতিতে যায় তারা।দ্বিতীয়ার্ধের শুরুতে লিভারপুলের জালে বল পাঠান ইসাক। তবে অফসাইডের জন্য গোল মেলেনি। অবশ্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি তাকে। ৫২ মিনিটে জ্যাকব মার্ফির হেডে পেনাল্টি স্পটের কাছে বল পেয়ে অনায়াসে জাল খুঁজে নেন সুইডিশ ফরোয়ার্ড। পরে যোগ করা সময়ের চতুর্থ মিনিটে নিউক্যাসলের জালে বল পাঠান কিয়েসা। শুরুতে অফসাইড দিলেও ভিএআরের সাহায্যে গোল মেলে লিভারপুলের। বাকি সময়টায় আর গোলের তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি তারা। লিভারপুলকে হারিয়ে শিরোপা উল্লাসে মাতে এড হাউয়ের দল। এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তিস্তা ব্যারাজ এলাকায় বাঁধে ধস, আতঙ্ক 
তিস্তা ব্যারাজ এলাকায় বাঁধে ধস, আতঙ্ক 

স্থানীয়রা জানান, দ্রুত মেরামত করা না হলে নদী গর্ভে বিলীন হতে পারে বাঁধটি।

‘এক টেবিলে বাংলাদেশ ভারত-চীন’
‘এক টেবিলে বাংলাদেশ ভারত-চীন’

১২ই ডিসেম্বর বৃহস্পতিবার প্রকাশিত পত্রিকাগুলোর প্রধান শিরোনামে মিয়ানমারে বিদ্রোহীদের অবস্থানে বাংলাদেশের সীমান্তে আতঙ্কের খবর প্রাধান্য পেয়েছে। সেইসাথে আগরতলামুখী বিএনপি ও Read more

বিশ্বের প্রথম ১৪ ইঞ্চির ডুয়াল-স্ক্রিন ওলেড ল্যাপটপ
বিশ্বের প্রথম ১৪ ইঞ্চির ডুয়াল-স্ক্রিন ওলেড ল্যাপটপ

ব্যতিক্রমী ডিজাইনের এই ল্যাপটপের কিবোর্ডটি ডিট্যাচেবল।

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন