ঢাকা প্রিমিয়ার লিগে ম্যাসিভ হার্টঅ্যাটাকের পর সাভারের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয় বাংলাদেশ জাতীয় দলের সাবেক ওপেনার ও অধিনায়ক তামিম ইকবালকে। সেসময় অবস্থা এতোটা গুরুতর হয়ে পড়েছিল যে, সাভার থেকে ঢাকায় আনাও হয়নি। সাভারের কেপিজে হাসপাতালে ভর্তি করে এনজিওগ্রাম করানোর পর হার্টে রিং পরানোসহ প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হয়েছে। বর্তমানে তামিম কার্ডিয়াক কেয়ার ইউনিটে (সিসিইউ) নিবিড় পর্যবেক্ষণে আছেন। চিকিৎসক জানিয়েছেন, তামিমের জ্ঞান ফিরেছে এবং পরিবারের সঙ্গে কথা বলেছেন।এদিকে তামিমের অসুস্থতার খবরে বিশ্ব ক্রিকেটের একাধিক সাবেক তারকা তার দ্রুত আরোগ্য কামনা করে বার্তা দিয়েছেন। ভারতের সাবেক ক্রিকেটার যুবরাজ সিং, শ্রীলঙ্কার সাবেক পেসার লাসিথ মালিঙ্গা ও ভারতীয় ধারাভাষ্যকার হার্শা ভোগলে তামিমের সুস্থতা কামনা করে পোস্ট দেন। এছাড়া শিলংয়ে ভারত ম্যাচের অনুশীলনের মাঝে জাতীয় ফুটবল দলের ফুটবলাররা এক হয়ে মোনাজাত করেন।সাকিব আল হাসানও এক ভিডিও বার্তায় তামিমের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।সোমবার (২৪ মার্চ) রাতে সামাজিকমাধ্যমে নিজের ৩৮তম জন্মদিন উদযাপনের সময় এক ভিডিও বার্তায় সাকিব বলেছেন, ‘আজ আমার জন্য বিশেষ দিন, কিন্তু মনটা পুরোপুরি আনন্দে নেই, কারণ আমার প্রিয় সতীর্থ ও বন্ধু তামিম ইকবাল অসুস্থ। মাঠে আমরা একসঙ্গে অনেক লড়াই করেছি, অনেক স্মৃতি রয়েছে, আর সবসময় চাইব আমাদের এই পথচলা আরও দীর্ঘ হোক। তামিম, তুমি বাংলাদেশের ক্রিকেটের অন্যতম বড় শক্তি। তোমার দ্রুত সুস্থতা ও মাঠে ফিরে আসার জন্য দোয়া করছি। ইনশাআল্লাহ, তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবে। তামিমের জন্য আপনার দোয়াই হবে, আমার জন্মদিনের সেরা উপহার । দোয়া করবেন—আমার ভাই তামিম যেন দ্রুত সুস্থ হয়ে আবার মাঠে ফিরতে পারে।’উল্লেখ্য , তামিমের অসুস্থতার ব্যাপারে তার ভেরিফায়েড ফেসবুক পেজে বিস্তারিত জানানো হয়েছিল। সকালে শাইনপুকুরের বিপক্ষে মোহামেডানের অধিনায়ক টসের পর হালকা বুকে ব্যথা অনুভব করলে সংশ্লিষ্ট খেলোয়াড় বিষয়টি দ্রুত দলের ফিজিও ও ট্রেইনারকে জানান। প্রাথমিকভাবে গ্যাস্ট্রিকজনিত সমস্যা মনে হওয়ায় তিনি গ্যাস্ট্রিকের ওষুধ গ্রহণ করেন। তবে কিছুক্ষণ পরও অবস্থার উন্নতি না হওয়ায় সতর্কতার অংশ হিসেবে নিকটতম হাসপাতালে নেওয়া হয় এবং চিকিৎসা শেষে তিনি বিকেএসপিতে ফিরে আসেন।এরপর শারীরিক অবস্থার আরও অবনতি ঘটলে দ্রুত বিকল্প ব্যবস্থার কথা ভাবা হয়। দলের (মোহামেডান স্পোর্টিং ক্লাব) ম্যানেজার শিপনের সঙ্গে আলোচনা করে হেলিকপ্টারের ব্যবস্থা করা হয়, যাতে দ্রুত উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা সম্ভব হয়। তবে পরিস্থিতি আরও জটিল হয়ে পড়লে তাকে ফের নিকটতম কেপিজে হাসপাতাল ও নার্সিং কলেজে নেওয়া হয়। সেখানে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর তার হার্টে ব্লক ধরা পড়ে।চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী দ্রুত এনজিওগ্রাম করা হয় এবং রিং পরানো হয়। বর্তমানে তিনি কার্ডিয়াক কেয়ার ইউনিটে (CCU) বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। আপাতত জ্ঞান ফিরেছে। পরিবারের সঙ্গে কথাও বলেছেন তিনি। ৪৮ ঘণ্টা পার হলে আশঙ্কামুক্ত হয়ে উঠবেন বলে চিকিৎসকরা জানিয়েছেন।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
একসময় মাছ আমদানি করতাম, এখন রপ্তানি হচ্ছে: শাজাহান
একসময় মাছ আমদানি করতাম, এখন রপ্তানি হচ্ছে: শাজাহান

বিএনপির শাসনামলে মাছ উৎপাদন না হওয়ায় বিদেশ থেকে আমদানি করা হতো, মন্তব্য করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শাজাহান খান বলেছেন, Read more

সাতক্ষীরার উপকূলে ২৩ কিলোমিটার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত
সাতক্ষীরার উপকূলে ২৩ কিলোমিটার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত

ঘূর্ণিঝড় রেমাল দীর্ঘ ছয় ঘণ্টাব্যাপী তাণ্ডব চালিয়ে সাতক্ষীরা উপকূল অতিক্রম করে। তাণ্ডবের এ পুরো সময়টাই তীব্র জলোচ্ছ্বাসের সঙ্গে যুদ্ধ করেছে Read more

আইএসের সাবেক নেতা বাগদাদির স্ত্রীর মৃত্যুদণ্ড
আইএসের সাবেক নেতা বাগদাদির স্ত্রীর মৃত্যুদণ্ড

সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) প্রয়াত নেতা আবু বকর আল-বাগদাদির স্ত্রীকে মৃত্যুদণ্ড দিয়েছে ইরাকের একটি আদালত। বুধবার ইরাকের বিচার বিভাগ Read more

ক্রিমিয়ায় রুশ সাবমেরিন ডুবিয়ে দিয়েছে ইউক্রেন
ক্রিমিয়ায় রুশ সাবমেরিন ডুবিয়ে দিয়েছে ইউক্রেন

ইউক্রেনের সামরিক বাহিনী দাবি করেছে, তারা ক্রিমিয়ার একটি বন্দরে রাশিয়ান সাবমেরিন ডুবিয়ে দিয়েছে। এ ঘটনা উপদ্বীপে মস্কোর জন্য আরেকটি বড় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন