কিশোরগঞ্জের হোসেনপুর পৌরসভার মোল্লাবাড়ি এলাকার উচ্চশিক্ষিত যুবক মো. রেদুয়ান মোল্লা পড়াশোনা শেষ করে কৃষিতে মনোনিবেশ করে সফলতার মুখ দেখেছেন। বাড়ির পাশের পতিত জমিতে শসা চাষ করে সফল হয়েছেন। এবার বাজারে শসার ভালো দাম থাকায় লাভবান হচ্ছেন তিনি। এবার তিনি ২৬ শতক জমিতে শসা চাষ করেছেন। এদিকে কৃষি জমিতে শাক-সবজি চাষে সফল হওয়ায় এলাকার বেকার যুবকরাও তাকে দেখে আত্মনির্ভরশীল হওয়ার স্বপ্ন দেখছেন।জানা যায়, রেদুয়ান মোল্লা মাদরাসা থেকে ফাজিল পাস করেছেন। পড়াশোনার ফাঁকে ফাঁকে বাবাকে কৃষিকাজে সহযোগিতা করতেন। তা থেকেই কৃষিতে আগ্রহী হয়ে ওঠেন। এবার বাড়ির পাশের ২৬ শতক জমিতে হাইব্রিড জাতের শসা চাষ করেছেন। বর্তমানে বাজারে শসা ৫০-৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পাইকারি দরে মণপ্রতি বিক্রি হচ্ছে ১৬০০-১৮০০ টাকা। তিনি দেড় থেকে ২ লক্ষাধিক টাকার শসা বিক্রি করতে পারবেন।স্থানীয় কৃষক মরজত আলী বলেন, গত দুই বছর ধরে শসা চাষ করছি। প্রায় সময়ই তার কাছ থেকে পরামর্শ নিতে আসি। তাকে দেখে আমরাও কৃষিতে মনোনিবেশ করেছি। উচ্চশিক্ষিত যুবক রেদুয়ান মোল্লা চাকরি না করে তার কৃষিকাজ আমাদের উৎসাহ দেয়।এ বিষয়ে রেদুয়ানের বাবা জালাল উদ্দিন মোল্লার সঙ্গে কথা হলে তিনি বলেন, লেখাপড়া করে ছেলে ভালো একটা চাকরি করবে, এটা সব বাবা-মায়ের ইচ্ছা। ছেলে যখন চাকরির পেছনে না ছুটে কৃষিকাজ শুরু করে প্রথমে মন খারাপ হলেও এখন ভালো লাগে। আমার ছেলে একজন সফল উদ্যোক্তা। শুধু চাকরি করেই যে টাকা উপার্জন করতে হবে সেই ধারণা আজ আমার ছেলে বদলে দিয়েছে।সফল উদ্যোক্তা রেদুয়ান মোল্লা বলেন, কয়েক বছর আগে কৃষি বিষয়ে দুটি প্রশিক্ষণ নিয়েছিলাম। এরপর থেকে সিডলেস লেবু, বেগুন চাষ করেছি। বর্তমানে শসার প্রজেক্ট নিয়েছি। দুই-তিন দিন পর পর ৭ থেকে ৮ মণ করে শসা সংগ্রহ করা যায়। এ পর্যন্ত প্রায় ১৫০ মণের মতো শসা বিক্রি করা হয়েছে। ভবিষ্যতে বড় পরিসরে কাজ করার ইচ্ছা আছে।এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা একে এম শাহজাহান কবিরের সঙ্গে ফোনে কথা হলে তিনি বলেন, মাঠ পর্যায়ে কৃষি অফিস সার্বক্ষণিক কৃষকদের পরামর্শ দিয়ে আসছে। বর্তমানে সাধারণ কৃষকদের পাশাপাশি রেদুয়ান মোল্লাদের মতো উচ্চশিক্ষিত যুবকরা কৃষিতে মনোনিবেশ করছেন। যা দেশের কৃষিকে এগিয়ে নিতে যথেষ্ট ভূমিকা রাখবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাজশাহীতে ৪০ ডিগ্রি ছাড়াল দিনের তাপমাত্রা
রাজশাহীতে ৪০ ডিগ্রি ছাড়াল দিনের তাপমাত্রা

তীব্র তাপপ্রবাহে পড়ুছে উত্তরের জেলা রাজশাহী। বুধবার (১৭ এপ্রিল) রাজশাহীতে চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এদিন দুপুর ৩টায় Read more

ইউরোর গ্রুপপর্বের সময়সূচি
ইউরোর গ্রুপপর্বের সময়সূচি

অপেক্ষার প্রহর ফুরাতে যাচ্ছে। শুক্রবার (১৪ জুন, ২০২৪) রাত থেকেই মাঠে গড়াতে যাচ্ছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ তথা ‘ইউরো ২০২৪’।

ইলন মাস্ক থেকে রবার্ট এফ কেনেডি জুনিয়র- ট্রাম্প প্রশাসনে গুরুত্বপূর্ণ পদে থাকতে পারেন যারা
ইলন মাস্ক থেকে রবার্ট এফ কেনেডি জুনিয়র- ট্রাম্প প্রশাসনে গুরুত্বপূর্ণ পদে থাকতে পারেন যারা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জিতে আরও একবার হোয়াইট হাউজে ফিরতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। তার ‘ট্রানজিশন টিম’ এরই মধ্যে সম্ভাব্য প্রার্থীদের যাচাই-বাছাই Read more

ঝাড়খণ্ডের নির্বাচনে শেখ হাসিনা আর বাংলাদেশ কেন ইস্যু হয়ে উঠেছে ?
ঝাড়খণ্ডের নির্বাচনে শেখ হাসিনা আর বাংলাদেশ কেন ইস্যু হয়ে উঠেছে ?

শেখ হাসিনার বিমান কী করে ভারতে নামল, বিজেপির সঙ্গে কী বাংলাদেশের গোপন সমঝোতা আছে? প্রশ্ন তুলেছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন।

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন