বান্দরবানের থানচি উপজেলার বলিপাড়া ইউনিয়নে অগ্নিকাণ্ড একটি বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। তবে এতে কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। শুক্রবার (১৪ ই মার্চ) সকাল সাড়ে ৮ টায় বলিপাড়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ক্যাচু পাড়া গ্রামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।স্হানীয় সুত্রে জানা, ক্যাচু পাড়া গ্রামের বাসিন্দা সাউচিং মারমা’র রান্নাঘর থেকে আগুনের সুত্রপাত হয়। পার্শ্ববর্তী বাসিন্দারা আগুনের শিখা দেখতে পেয়ে সকলে মিলে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।তবে এতে সাউচিং এর সম্পূর্ণ বসত বাড়ি আগুনে পুড়ে ছাই হয়ে যায়।এই বিষয়ে থানচি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ফায়ার ফাইটার সৈকত জানান,আগুন লাগার বিষয়ে আমাদের কাছে কোন ধরনের সংবাদ আসেনি।এই বিষয়ে থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল ফয়সাল ঘটনার সত্যতা নিশ্চিত করে সময়ের কন্ঠস্বর কে জানান, বলিপাড়ায় আগুন লেগে একটি বসতবাড়ি পুড়ে গেছে। তবে অগ্নি দূর্ঘটনা কবলিত এলাকাটি দূর্গম এলাকায় হওয়ায় ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করতে সময় লাগবে।এনআই
Source: সময়ের কন্ঠস্বর