নাটোরের সিংড়ায় পানিতে ডুবে মানুষিক প্রতিবন্ধী ও মৃগীরোগি সেলিম মৃধা (৪২) নামে এক যুবকের মৃত্য হয়েছে।বুধবার (২১ মে) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার শেরকোল ইউনিয়নের হারোবাড়িয়া গ্রামে কৃষি কাজে বাড়ির পাশের মাঠে যাচ্ছিলেন সেলিম পথে পুকুর পারে গেলে হঠাৎ মৃগীরোগে আক্রান্ত হয়ে পানিতে পরে যায়। পরে গ্রামবাসী তাকে পানিতে দেখতে পেয়ে উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।বিষয়টি নিশ্চিত করে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) রফিকুল ইসলাম বলেন,নিহত সেলিম একই উপজেলার শেরকোল ইউনিয়নের হারোবাড়িয়া গ্রামের সিরাজ মৃধার পুত্র।এসআর
Source: সময়ের কন্ঠস্বর