অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হয়ে উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করেন ২০২৪ সালের ৯ আগস্ট। এরপর প্রথমবারের মতো নিজ এলাকায় আসলেন উপদেষ্টা ফরিদা আখতার।ফরিদা আখতারের বাড়ি চন্দনাইশ উপজেলার চন্দনাইশ পৌরসভার ৪ নং ওয়ার্ডে।শনিবার (১২ জুলাই) চন্দনাইশ উপজেলা মিলনায়তনে স্বপ্নবিলাস বিদ্যানিকেতন আয়োজিত ‘নবচিন্তা: তরুণদের দক্ষতা ও উন্নয়নের যাত্রা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন।বিকালে একই স্থানে চট্টগ্রামের মৎস্য এবং প্রাণিসম্পদ দপ্তরের জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা এবং স্থানীয় খামারিদের সাথে মতবিনিময় করেন।এ সময় উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তর চট্টগ্রামের পরিচালক আনোয়ার হোসেন, প্রাণীসম্পদ অধিদপ্তরের পরিচালক ডা. আতিয়ার রহমান, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মোঃ আলমগীর, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাজিব হোসেন, সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমা, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ফেরদৌস আকতার, উপজেলা মৎস্য কর্মকর্তা তানভীর আহসান, ওসি গোলার সরওয়ার প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ডা. মোহাম্মদ ফয়সাল।এনআই
Source: সময়ের কন্ঠস্বর