পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীতে তাজিয়া মিছিলের প্রস্তুতি নিচ্ছে শিয়া সম্প্রদায়ের মুসলিমরা। আজ রবিবার (৬ জুলাই) সকাল সাড়ে ১০টায় রাজধানীর ৪শ’ বছরের পুরোনো হোসেনি দালান থেকে এই শোকের মিছিল বের হবে।হোসেনি দালান ইমামবাড়ার সুপারিনটেনডেন্ট এম.এম. ফিরোজ হোসেন জানান, মিছিলের সামনে থাকবে কালো ব্যানার, বেহেস্তা (লাল-সবুজ নিশান), পাঞ্জা আলম মাতম, দুলদুল ঘোড়া, খুনি ঘোড়া ও একটি জারি তাজিয়া।মিছিলটি হোসেনি দালান ইমামবাড়া উত্তর গেট থেকে বের হয়ে হোসেনি দালান রোড, বকশীবাজার লেন, আলিয়া মাদ্রাসা রোড, বকশীবাজার (কলপাড়) মোড়, উমেশ দত্ত রোড, উর্দু রোড মোড়, হরনাথ ঘোষ রোড, লালবাড় চৌরাস্তা মোড়, গোর-এ-শহীদ মাজার মোড়, এতিমখানা মোড়, আজিমপুর চৌরাস্তা মোড়, ইডেন কলেজ, জীমপুর, নীলক্ষেত মোড়, নিউ মার্কেট, মিরপুর রোড, ঢাকা কলেজ, সায়েন্সল্যাব মোড়, ধানমন্ডি আবাসিক এলাকার ২নং রোড, বিজিবি ৪নং গেট, সাত মসজিদ রোড (ঝিগাতলা বাসস্ট্যান্ড) হয়ে দুপুর আড়াইটার দিকে ধানমন্ডি লেকে (অস্থায়ী কারবালা) গিয়ে শেষ হবে।হোসেনি দালান ঘুরে শিয়া সম্প্রদায়ের মুসলিমদের প্রস্তুতি নিতে দেখা গেছে। অধিকাংশই কালো পোশাক পরে এসেছেন। এছাড়া প্রতীকী ছুরি, আলাম, পতাকা বা নিশান, বেস্তা নিয়ে এসেছেন অনেকে।মিছিলে অংশগ্রহণ করতে আসা আরাফাত বলেন, ‘এ দিনটা আমাদের জন্য কষ্টের। ইমাম হাসান এবং হোসেনকে কারবালা প্রান্তরে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। তিনি স্বপরিবারে শহীদ হয়েছিলেন। সেদিনটি স্মরণ করতে আমি আয়োজন করে থাকি।’এদিকে, হোসেনি দালান এলাকায় তাজিয়া মিছিল ঘিরে আইন-শৃঙ্খলা বাহিনীর সরব উপস্থিতি দেখা গেছে।এসকে/এইচএ
Source: সময়ের কন্ঠস্বর