নারায়ণগঞ্জের আড়াইহাজারে মোটরসাইকেল কিনে না দেয়ায় মো. মাহবুব (৫৫) নামের এক ব্যক্তিকে হত্যার অভিযোগ উঠেছে তার ছেলের বিরুদ্ধে। শুক্রবার (০৪ জুলাই) সকালে বিশনন্দী পূর্বপাড়া গ্রামে ওই ঘটনা ঘটে। এ ঘটনার সত্যতা নিশ্চিত করে আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিন জানান, অভিযুক্ত সন্তান মো. ইয়াসিন (২৩) পলাতক রয়েছে।প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, সকালে মোটরসাইকেল কিনে দিতে অস্বীকৃতি জানানোয় পিতা-পুত্রের তর্ক হয়। একপর্যায়ে ইয়াসিন তার বাবাকে হাতুড়িপেটা করে। মাহবুবকে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে তার মৃত্যু হয়। অভিযুক্ত ইয়াসিনকে গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানায় পুলিশ।এআই
Source: সময়ের কন্ঠস্বর