বুকভরা স্বপ্ন নিয়ে এক বছর আগে ভাগ্য বদলের আশায় সংযুক্ত আরব আমিরাতের দুবাই পাড়ি জমিয়েছিলেন মো. নুরুল আবছার রুবেল (২৯)। পরিবারের মুখে হাসি ফোটানোর আশায় পুরনো চাকরি ছেড়ে নতুন প্রতিষ্ঠানে যোগদানের অপেক্ষায় ছিলেন তিনি। কিন্তু নতুন কর্মস্থলে যোগদানের আগের দিনই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন রুবেল।১৩ জুন (শুক্রবার) বাংলাদেশ সময় রাত দুইটার দিকে সংযুক্ত আরব আমিরাতের আল কাসিমি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের মাঝে।নুরুল আবছার রুবেল চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বারশত ইউনিয়নের বোয়ালিয়া জাকিরপাড়ার বাসিন্দা নুর মোহাম্মদের ছেলে। চার ভাই ও এক বোনের মধ্যে রুবেল ছিলেন বড় সন্তান। পরিবারের আর্থিক টানাপোড়েন মেটাতে ২০২৪ সালের ১৮ ফেব্রুয়ারি তিনি দুবাই পাড়ি জমান।প্রথমে এক রেস্টুরেন্টে কাজ করলেও কিছুদিন আগে নতুন একটি কোম্পানিতে চাকরির সুযোগ মেলে তার। আগামী দিনেই নতুন কর্মস্থলে যোগ দেওয়ার কথা ছিল। তবে গত ৭ জুন (শনিবার) বাংলাদেশ সময় রাত ১২টার দিকে দুবাইয়ে এক মার্কেটের সামনে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি গাড়ি তাকে সজোরে ধাক্কা দেয়। স্থানীয়রা উদ্ধার করে তাকে গুরুতর আহত অবস্থায় আল কাসিমি হাসপাতালে ভর্তি করেন। টানা ছয় দিন আইসিইউতে থাকার পর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।নিহতের ফুফাতো ভাই আলী আজম জানান, ‘নতুন চাকরি পেয়ে রুবেল খুবই খুশি ছিল। আমাদের সবাইকে ফোন করে জানায়, তার ভালো একটা চাকরি হয়েছে। কিন্তু সেই চাকরিতে যোগ দেওয়ার আগের রাতেই এই দুর্ঘটনা ঘটে।’রুবেলের প্রতিবেশী ও নোয়াপাড়া হযরত ছয়পীর আউলিয়া (রহ.) স্মৃতি সংসদের সভাপতি মোহাম্মদ সবুর বলেন, ‘এই গ্রামের অনেক যুবক জীবিকার সন্ধানে বিদেশে গেছেন। নুরুল আবছারও বিদেশ গিয়ে পরিবারের হাল ধরতে চেয়েছিল। কিন্তু ভাগ্য তার সহায় হলো না। এখন তার বাবা-মা দিশেহারা। আমরা সরকারের সহযোগিতায় মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার অনুরোধ জানাই।’নুরুল আবছার নোয়াপাড়া হযরত ছয়পীর আউলিয়া (রহ.) স্মৃতি সংসদের প্রবাসী সদস্য ছিলেন। তার মৃত্যুতে সংগঠনের সদস্যসহ এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।বিদেশের মাটিতে স্বপ্ন নিয়ে যাওয়া এক তরুণের জীবন এভাবে থেমে যাওয়া আবারও বিদেশগামী শ্রমিকদের ঝুঁকিপূর্ণ বাস্তবতার কথা মনে করিয়ে দিল।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভালুকায় তালাবদ্ধ ঘর থেকে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক
ভালুকায় তালাবদ্ধ ঘর থেকে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

ময়মনসিংহের ভালুকা উপজেলায় তালাবদ্ধ একটি ঘর থেকে সাবিনা আক্তার (৪২) নামে এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর Read more

অভিনেতা সিদ্দিকের বিরুদ্ধে দুই মামলা, নেওয়া হচ্ছে গুলশান থানায়
অভিনেতা সিদ্দিকের বিরুদ্ধে দুই মামলা, নেওয়া হচ্ছে গুলশান থানায়

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমানকে পিটুনি দিয়েছে জনতা। বর্তমানে তিনি থানা হেফাজতে রয়েছেন। পুলিশ জানিয়েছে, সিদ্দিকুরের বিরুদ্ধে গুলশান থানায় দুটি Read more

নারায়ণগঞ্জে নালা থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
নারায়ণগঞ্জে নালা থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের ফতুল্লায় নালা থেকে অজ্ঞাত এক ব্যক্তির (৪৮) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার (০১ মে) সকাল সাড়ে ৯টায় ফতুল্লার পশ্চিম শিহাচর Read more

দায়িত্ব নিলেন নতুন সিআইডি প্রধান
দায়িত্ব নিলেন নতুন সিআইডি প্রধান

পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডির প্রধান হিসেবে আজ সোমবার (১২ মে) দায়িত্ব গ্রহণ করেছেন অতিরিক্ত আইজিপি মো. ছিবগাত উল্লাহ। গত ৭ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন