ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় রেস্টুরেন্টে টিস্যু চাওয়াকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সোমবার (৯ জুন) রাতে উপজেলার পাঠানপাড়া মোড়ে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, উপজেলার সরাইল-লাখাই সড়কের পাঠানপাড়া মোড়ের এরাবিয়ান ফুচকা হাউসে রাব্বি নামের এক যুবক রেস্টুরেন্টের স্টাফের কাছে টিস্যু পেপার চান। তখন স্টাফ জানান ‘টিস্যু পেপার শেষ হয়ে গেছে।’এনিয়ে দুজনের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে রেস্টুরেন্টের মালিক মুজিবুর রহমানের সঙ্গে রাব্বির হাতাহাতি হয়। এর জেরে কুট্রাপাড়া ও পাঠানপাড়া দুই গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। এ ঘটনায় সরাইল-লাখাই আঞ্চলিক সড়কে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।আরডি
Source: সময়ের কন্ঠস্বর