ক্যাশবিহীন ডিজিটাল ওয়ালেট বা ই-ওয়ালেট প্রযুক্তি সেবা দিতে পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) হিসেবে ‘সমাধান সার্ভিসেস লিমিটেড’কে লাইসেন্স দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এটি নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠিত গ্রামীণ টেলিকমের একটি সহযোগী প্রতিষ্ঠান।বাংলাদেশ ব্যাংক পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেম অ্যাক্ট ২০২৪ এর অধীনে গতকাল রবিবার (২ জুন) প্রতিষ্ঠানটিকে লাইসেন্স দেওয়া হয়। এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে। বাংলাদেশে কার্যত সব তফসিলি ব্যাংক, মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস প্রোভাইডার, পেমেন্ট সিস্টেম অপারেটর এবং পেমেন্ট সার্ভিস প্রোভাইডারের কাছে পাঠানো সার্কুলারে বলা হয়েছে, পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থা আইন, ২০২৪-এর ধারা ৫(৪)-এর ক্ষমতাবলে বাংলাদেশ ব্যাংক ‘সমাধান সার্ভিসেস লিমিটেড’-কে ২০২৫ সালের ২ জুন থেকে পিএসডি ও এডিসিঅ্যান্ডএল (সমাধান) শর্তসাপেক্ষে দেশের অভ্যন্তরে ই-ওয়ালেট সেবা দেওয়ার জন্য পেমেন্ট সার্ভিস প্রোভাইডার হিসেবে লাইসেন্স দিয়েছে।‘সমাধান সার্ভিসেস লিমিটেড’ সমাধান সার্ভিসেস লাইসেন্সের জন্য প্রথম আবেদন করে ২০২১ সালের ১৬ নভেম্বর। কোম্পানিটি অনাপত্তিপত্র (এনওসি) পাওয়ার শর্ত পূরণ করলেও বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে সিদ্ধান্ত নিতে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত সময় নেয়।প্রক্রিয়াটির সঙ্গে যুক্ত কর্মকর্তারা জানিয়েছেন, গত বছরের ২৯ সেপ্টেম্বর কেন্দ্রীয় ব্যাংক এনওসি মঞ্জুর করে। এতে সমাধান সার্ভিসেসের পিএসপি লাইসেন্স পাওয়ার পথ সুগম হয়।সমাধান সার্ভিসেসের পরিচালনা পর্ষদে ৯জন সদস্য রয়েছেন। যাদের বেশিরভাগই গ্রামীণ টেলিকম মনোনীত। কোম্পানির চেয়ারম্যান এম শাহজাহান গ্রামীণ ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক এবং এর ব্যবস্থাপনা পরিচালক মো. আশরাফুল হাসান গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন।তফসিলি ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে ইলেকট্রনিক পেমেন্ট এবং লেনদেন নিষ্পত্তির সুযোগ দেয় পিএসপি।বর্তমানে বাংলাদেশ ব্যাংক থেকে লাইসেন্সপ্রাপ্ত পিএসপি’র সংখ্যা ৮টি। এর মধ্যে রয়েছে আইপে সিস্টেমস, ডি মানি বাংলাদেশ এবং রিকার্সন ফিনটেক।শিল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন, মোবাইল নেটওয়ার্ক অপারেটর রবি এবং বাংলালিংক ডিজিটাল ওয়ালেট বাজারে প্রবেশ করতে আগ্রহী, অন্যদিকে দারাজ এবং চালডালের মতো অনলাইন প্ল্যাটফর্মগুলো ইতোমধ্যেই পিএসপি লাইসেন্সের জন্য আবেদন করেছে।
Source: সময়ের কন্ঠস্বর