দীর্ঘদিন ধরে অচল অবস্থায় রয়েছে সরকারি বাঙলা কলেজের অফিসিয়াল ওয়েবসাইট। ফলে কলেজ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য ও নোটিশ জানতে ভোগান্তিতে পড়ছেন কলেজটির শিক্ষার্থীরা। তথ্যপ্রযুক্তিনির্ভর এ যুগে একটি প্রতিষ্ঠানের অন্যতম অত্যাবশ্যকীয় অংশ প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট অকার্যকর থাকায় নানা অফিসিয়াল কাজকর্ম করতে গিয়ে বাড়তি হয়রানির স্বীকার হচ্ছে সংশ্লিষ্টদের। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করছেন অনেকেই।জানা যায়, কলেজের গুরুত্বপূর্ণ একাডেমিক আপডেট, পরীক্ষার সময়সূচি এবং বিভিন্ন দাপ্তরিক তথ্য জানার অন্যতম নির্ভরযোগ্য মাধ্যম প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট। কিন্তু বাঙলা কলেজের ক্ষেত্রে সেটি দীর্ঘদিন যাবৎ অকার্যকর থাকায় শিক্ষার্থীদের বিকল্প উৎসের ওপর নির্ভর করতে হচ্ছে। এতে সঠিক তথ্য পেতে যেমন সমস্যা হচ্ছে, তেমনি নানা বিভ্রান্তিও তৈরি হচ্ছে।এ বিষয়টি নিয়ে বাঙলা কলেজের বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমভিত্তিক প্ল্যাটফর্মে ক্ষোভ প্রকাশ করছেন শিক্ষার্থীরা। অনেকেই প্রশ্ন তুলছেন, একটি সরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে কীভাবে দীর্ঘদিন ধরে নিজস্ব ওয়েবসাইট বন্ধ থাকতে পারে।সমাজকর্ম বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রেদওয়ান আহমেদ বলেন, ‘অফিসিয়াল নোটিশ পাওয়ার সবচেয়ে নির্ভরযোগ্য মাধ্যম হলো ওয়েবসাইট। এছাড়াও বিভিন্ন তথ্য ও আপডেট জানার জন্য ওয়েবসাইটের প্রয়োজন। কিন্তু দীর্ঘদিন ধরে ওয়েবসাইট বন্ধ থাকায় আমরা বারবার সমস্যায় পড়ছি।’এ বিষয়ে জানতে চাইলে ওয়েবসাইট তত্ত্বাবধানের দায়িত্বে থাকা কর্মকর্তা শিক্ষক পরিষদের সম্পাদক নাহিদা পারভিন বলেন, ‘ওয়েবসাইট রক্ষণাবেক্ষণের দায়িত্ব একটি সফটওয়্যার কোম্পানির কাছে ছিল। কিছু প্রযুক্তিগত সমস্যার কারণে এমনটা হয়েছে। তবে আমরা বিষয়টি নিয়ে কাজ করছি। যত দ্রুত সম্ভব ওয়েবসাইটটি চালু করার চেষ্টা চলছে। আশা করছি দুই এক দিনের মধ্যেই তা সচল হবে।’শিক্ষার্থীদের মতে, বর্তমান ডিজিটাল যোগাযোগ ও তথ্যপ্রযুক্তির যুগে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের ওয়েবসাইট অচল থাকা খুবই দুর্ভাগ্যজনক। অবিলম্বে ওয়েবসাইট সচল করে নিয়মিত হালনাগাদ তথ্য প্রকাশের দাবি জানান তারা।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চাঁদপুরে পাঁচ ইউপি চেয়ারম্যান কারাগারে
চাঁদপুরে পাঁচ ইউপি চেয়ারম্যান কারাগারে

চাঁদপুরে আদালতে আত্মসমর্পণ করতে গিয়ে বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগ সমর্থিত পাঁচ চেয়ারম্যানকে জেল হাজতে পাঠানো হয়েছে।মঙ্গলবার (১৮ মার্চ) বিকেল সাড়ে Read more

রাজশাহীতে মাছের ভাইরাসে ধসে পড়ছে মৎস্য অর্থনীতি
রাজশাহীতে মাছের ভাইরাসে ধসে পড়ছে মৎস্য অর্থনীতি

বাংলাদেশের উত্তরাঞ্চলীয় জেলা রাজশাহী এখন মাছ উৎপাদনের এক বড় কেন্দ্র। ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে প্রতিদিন যে বিপুল পরিমাণ তাজা রুই, Read more

ভেকুর আঘাতে পা হারানো পরিবারকে সহায়তা দিল উপজেলা প্রশাসন
ভেকুর আঘাতে পা হারানো পরিবারকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

পরিবারের একমাত্র উপার্জন ব্যক্তি ছিলেন ভ্যান চালক ছাইদুল ইসলাম। তার আয়েই চলত ৬ সদস্যের সংসার। চলতি মে মাসের ৬ তারিখে Read more

ব্রাহ্মণবাড়িয়ায় দু-পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ১৫
ব্রাহ্মণবাড়িয়ায় দু-পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ১৫

সামাজিক আধিপত্য, জমি বিরোধ এবং মাদকের কুপ্রভাব এই ত্রিমুখী উত্তেজনায় ভয়াবহ রূপ নিলো ব্রাহ্মণবাড়িয়ার নাটাই উত্তর ইউনিয়নের এক পুরনো গোষ্ঠীগত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন