কক্সবাজার চকরিয়া উপজেলার ঢেমুশিয়া নতুন বাজার থেকে ছয়কুড়িটিক্কা ওয়াপদা বেড়িবাঁধ পর্যন্ত রাস্তাটির কাজ দেড় বছরে শেষ হয়নি। ফলে জনগণের যাতায়াত করতে অনেক ভোগান্তি হচ্ছে।২০২৩-২০২৪ অর্থ বছরে স্থানীয় সরকার অধিদপ্তরের অধীনে ১ কোটি ৮৬ লাখ টাকার মূল্যে ১৮০০ মিটার কার্পেটিং এর কাজের বরাদ্দ দেওয়া হয়। উক্ত কাজটি ২০২৪ সালের শুরুতে অনলাইন টেন্ডারের মাধ্যমে মোহাম্মদ শাহাজাহান মালিকানাধীন  শাহরিয়ার এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদার প্রতিষ্ঠান কাজটি পায়। উক্ত ঠিকাদার প্রতিষ্ঠান কাজটি করার জন্য রাস্তার কিছু অংশে ইট খুলে সামান্য কংকর মিশিয়ে বাদবাকি কাজ না করে চলে যায়। ফলে রাস্তাটি নষ্ট হয়ে যাচ্ছে।ঢেমুশিয়া নতুন বাজার থেকে ছয়কুড়িটিক্কা পাড়া বেড়িবাঁধ পর্যন্ত  এই রাস্তা দিয়ে ৬/৭ গ্রামের জনগন চলাচল করে থাকে। বিদ্যালয়ের ছাত্ররা বলেন, রাস্তাটি কাজ দ্রুত চালু করে শেষ করলে আমরা বিদ্যালয়ে যেতে পারবে। বৃষ্টি হলে এই রাস্তা দিয়ে আর গাড়ি চলাচল করে না। ফলে আমাদেরকে বিদ্যালয়ে যেতে অনেক কষ্ট হয়। এমতাবস্থায় আমরা এ রাস্তাটি দ্রুত কার্পেটিং বা পিচের ঢালাই দেখতে চাই।স্থানীয় বাসিন্দা মোহাম্মদ নুরুচ্ছফা বলেন, এ রাস্তাটি ঠিকাদার কাজ না করে ফেলে চলে গেছে, ফলে আমরা অনেক চিন্তিত। বর্ষা কালের আগে রাস্তাটির কাজ শেষ করতে পারলে স্কুলের ছাত্র-ছাত্রীসহ জনগণের যাতায়াত করতে সুবিধা হবে। ঠিকাদার প্রতিষ্ঠান কেন এ রাস্তাটি নিয়ে এমন করল আমাদের মনে অনেক সন্দেহ জন্ম দিয়েছে।ঢেমুশিয়া জিন্নত আলী উচ্চ চৌধুরী বিদ্যালয় ম্যানাজিং কমিটির সভাপতি ফোরকান উদ্দিন বলেন, ২০২৪ সালের শুরুতে ঢেমুশিয়া জিন্নত আলী উচ্চ বিদ্যালয় থেকে ঢেমুশিয়া ছয়কুড়িটিক্কা পাড়া বেড়িবাঁধ পর্যন্ত সংস্কারের নামে রাস্তাটির ইট খুলে কাজ না করে ঠিকাদার পালিয়ে গেছে কিনা আমরা জানি না। স্থানীয় সরকার অধিদপ্তরের উপজেলা প্রকৌশলীর সাথে কয়েকবার যোগাযোগ করলে তিনি বলেন আমরা দ্রুত সময়ে কাজ করার ব্যবস্থা করতেছি। কিন্ত বছরের পর বছর চলে যাচ্ছে কিন্তু কোন কাজ ও হচ্ছে না। বর্ষার আগে রাস্তাটি কাজ শেষ করতে না পারলে গাড়ি চলাচলের ব্যবস্থা দুরের কথা মানুষ পায়ে হেঁটে যেতে পারবে না। এমতাবস্থায় সংশ্লিষ্ট কতৃপক্ষকে দ্রুত সময়ে কাজ করার জন্য অনুরোধ করেন।স্থানীয় ঠিকাদার মোহাম্মদ ওমর ফারুক বলেন, ২০২৩-২০২৪ অর্থ বছরে স্থানীয় সরকার অধিদপ্তরের অধীনে ১ কোটি ৮৬ লক্ষ টাকার এ টেন্ডার প্রক্রিয়া শুরু হয়। এতে মোহাম্মদ শাহাজাহানের মালিকানাধীন শাহারিয়ার এন্টারপ্রাইজ লটারির মাধ্যমে এ কাজটি পায়। টেন্ডারে কাজটি পাওয়ার ৫ মাস পর কাজ শুরু করে পরিত্যক্ত অবস্থায় রেখে চলে যায় পরে তিনি আর কাজ করতে আসে নাই। বছরের পর বছর চলে গেছে কিন্ত সে রাস্তাটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে।  ফলে রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে যায়। পরে আমি স্থানীয় সরকার অধিদপ্তরের উপজেলা প্রকৌশলী ও জেলা নির্বাহী প্রকৌশলীর সাথে যোগাযোগ করে তাদের সহযোগিতায় আমার অন্য জায়গায় কাজ চলমান এলাকা থেকে রোলার গাড়ি এনে  রমজানের ঈদের আগে রাস্তার কংকর গুলো চাপা দিয়ে চলাচলের উপযোগী করি। কিন্ত এখন সে কংকর গুলো রাস্তা থেকে সরে গিয়ে আবার চলাচলের অনুপযোগী হয়ে যাচ্ছে।  এমতাবস্থায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি অনুরোধ করছি  রাস্তাটির ব্যাপারে জরুরী পদক্ষেপ নেওয়ার জন্য। স্থানীয়রা বলেন,  রাস্তাটি দ্রুত সংস্কার করে চলাচলের উপযোগী করার জন্য। বর্ষার আগে রাস্তাটি মেরামত বা সংস্কার না হলে জনগণের যাতায়াত করতে কষ্ট হবে।ঠিকাদার প্রতিষ্ঠান শাহারিয়ার এন্টারপ্রাইজের মালিক মোহাম্মদ শাহাজাহানের সাথে মোবাইল নাম্বারে কল দিলে রিসিভ করে না। ফলে তার বক্তব্য নেওয়া সম্ভব হয় নাই।স্থানীয় সরকার অধিদপ্তরের উপজেলা প্রকৌশলী গোলাম কাদের বলেন, এই রাস্তাটির অবশিষ্ট কাজ গুলো করার জন্য  ঠিকাদার প্রতিষ্ঠান মালিক মোহাম্মদ শাহাজাহানের সাথে যোগাযোগ করা হচ্ছে। আমরা চাচ্ছি নির্দিষ্ট সময়ের কাজ গুলো শেষ করা জন্য। কিন্তু কাজ পাওয়া ঠিকাদার প্রতিষ্ঠানের অবহেলার কারণে রাস্তাটির কাজ দ্রুত সময়ে শেষ করতে পারছি না। তবে কিভাবে এ রাস্তাটি মেরামত বা সংস্কার করা যায় সে ব্যপারে চেষ্টা চালিয়ে যাচ্ছি।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘লর্ড শান্ত’ আর ট্রলের শিকার হবেন না, আশা হাবিবুল বাশারের
‘লর্ড শান্ত’ আর ট্রলের শিকার হবেন না, আশা হাবিবুল বাশারের

সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচকদের প্রিয়পাত্র বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টেস্ট অধিনায়ক নাজমুল হাসান শান্ত। পারফরম্যান্স যেমনই হোক সমালোচনা তার পিঁছু Read more

সাঙ্গু নদীতে কিশোর নিখোঁজ
সাঙ্গু নদীতে কিশোর নিখোঁজ

বান্দরবান পার্বত্য জেলার মার্মা বাজার ঘাটে সাঙ্গু নদীতে সাঁতার কেটে পার হওয়ার সময় মো. মারুফ (১৭) নামে এক কিশোর নিখোঁজ Read more

নড়াইলে মাংস ব্যবসায়ীকে কুপিয়ে জখম
নড়াইলে মাংস ব্যবসায়ীকে কুপিয়ে জখম

নড়াইলের লোহাগড়া পৌরসভার সিঙ্গা গ্রামের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাংস ব্যবসায়ী মো. সাহেব শেখ (৩৬) কে দূর্বৃত্তরা এলাপাতাড়ি ভাবে কুপিয়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন