সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচকদের প্রিয়পাত্র বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টেস্ট অধিনায়ক নাজমুল হাসান শান্ত। পারফরম্যান্স যেমনই হোক সমালোচনা তার পিঁছু ছাড়ে না। অনেক ক্রিকেট ভক্তই তাকে ‘লর্ড শান্ত’ বলে আখ্যায়িত করেছে। তবে বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনাক হাবিবুল বাশারের আশা দু–এক ম্যাচ খারাপ করলেই নাজমুলকে নিয়ে আর ট্রল হবে না। শ্রীলঙ্কার বিপক্ষে সবশেষ গল টেস্টে জোড়া সেঞ্চুরি করেছেন নাজমুল হোসেন শান্ত। প্রথম ইনিংসে ১৪৮, পরের ইনিংসে অপরাজিত ১২৫। ১৪৮ বছরের টেস্ট ইতিহাসে মাত্র ১৫তম ব্যাটসম্যান হিসেবে একাধিকবার জোড়া সেঞ্চুরির এ কীর্তি গড়েছেন নাজমুল। তবে এমন দুর্দান্ত পারফরম্যান্সের পর যে আবারও তাকে সমালোচনার মুখোমুখি হতে হবে না তা কে বলতে পারে। আবারও হয়তো দুই-তিন ইনিংস খারাপ পারফরমেন্স করলে তাকে ট্রলের শিকার হতে হবে।তবে পরবর্তীতে দু-এক ইনিংসে খারাপ ফর্ম থাকলে নাজমুলের সমালোচনা হবে না বলে আশা করেছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার।রোববার (২২ জুন) মিরপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ আশা ব্যক্ত করেছেন হাবিবুল বাশার। তিনি বলেছেন, ‘আশা করছি, পরের দু-একটা ম্যাচে রান না করলে শান্তকে (নাজমুল) নিয়ে কথা শুরু হবে না। সব সংস্করণেই আমাদের দলের অন্যতম সেরা ব্যাটসম্যান শান্ত। ওর এমন ব্যাটিংয়ে আমি বিস্মিত না, এটাই আসলে ওর আসল রূপ। এমন ব্যাটিং করার সামর্থ্য ওর আছে।’বাংলাদেশের অন্যতম সেরা অধিনায়কের মতে নাজমুলের ব্যাটিংয়ে এত দিন সমালোচনার চাপ দেখেছেন তিনি। তার ভাষ্য, ‘আমরাই মাঝেমধ্যে ওকে চাপে ফেলে দিই। ক্রমাগত ট্রল বা সমালোচনা হলে খেলোয়াড়দের ওপর চাপ পড়ে। এড়িয়ে যাওয়ার কথা বললেও এটা সহজ হয় না। আর এই প্রভাব ব্যাটিংয়ে সাম্প্রতিক সময়ে পড়ছিল। ওর ব্যাটিং দেখে আমার কাছের এটা মনে হয়েছে। তবে ভালো খবর হচ্ছে, ও ভালোভাবে ফিরে এসেছে।’আরডি
Source: সময়ের কন্ঠস্বর