কুমিল্লার চান্দিনায় চুরির অপবাদ সইতে না পেরে নিজের শরীরে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করা অটোরিকশা চালক মো. সবুজ (৩০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।শুক্রবার (১৮ এপ্রিল) দুপুর ১টা ১৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন তার স্ত্রী খুশি আক্তার।নিহত সবুজ কুমিল্লার চান্দিনা উপজেলার বাড়েরা ইউনিয়নের গড়ামারা গ্রামের আমির হোসেনের ছেলে। জীবিকার তাগিদে তিনি চান্দিনা উপজেলা সদরের বেলাশহর এলাকায় ভাড়া বাসায় থেকে ব্যাটারিচালিত অটোরিকশা চালাতেন। দুই সন্তানের জনক ছিলেন তিনি।ঘটনার সূত্রপাত গত ১৩ এপ্রিল (রবিবার) সন্ধ্যা ৭টায়। চান্দিনা সরকারি হাসপাতাল সংলগ্ন এলাকায় স্থানীয় কয়েকজন মাতাব্বরের উপস্থিতিতে তাকে চোর অপবাদ দিয়ে অটোরিকশাটি ছিনিয়ে নেওয়া হয় এবং ৫০ হাজার টাকা জরিমানা দিতে বলা হয়। অপমান সইতে না পেরে ঘটনাস্থলেই নিজের শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা করেন সবুজ। এতে তার শরীরের প্রায় ৩৫ শতাংশ পুড়ে যায়। তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়।জানা গেছে, চান্দিনা হাসপাতাল রোডে ইউনুছ মিয়ার একটি গ্যারেজ ভাড়া নিয়ে সবুজসহ আরও দুইজন অটোরিকশা রাখতেন। পালাক্রমে তারা গ্যারেজ পাহারা দিতেন। গত বছরের ৭ ডিসেম্বর রাত সাড়ে ৩টার দিকে ওই গ্যারেজ থেকে দুটি অটোরিকশা চুরি হয়। পরবর্তীতে সিসিটিভি ফুটেজ দেখে চোর শনাক্ত করে চলতি বছরের ৪ মার্চ চান্দিনা থানায় তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০ জনকে আসামি করে মামলা (নং-৬) দায়ের করা হয়। পরে স্থানীয়রা একজন আসামিকে পুলিশের হাতে তুলে দিলেও কিছু মাতাব্বর বিষয়টি মীমাংসার উদ্যোগ নিয়ে তাকে ছাড়িয়ে আনেন এবং উল্টো সবুজকে দোষারোপ করে ৫০ হাজার টাকা জরিমানা করে। সবুজ এ জরিমানা মেনে নিতে অস্বীকৃতি জানায়।১৩ এপ্রিল সালাউদ্দিন নামে এক ব্যক্তি মাতাব্বরদের প্ররোচনায় সবুজকে আটকে রেখে তার অটোরিকশা ছিনিয়ে নেয় এবং জরিমানা আদায়ের জন্য চাপ সৃষ্টি করে। অপমান সহ্য করতে না পেরে সেদিনই সবুজ আত্মহত্যার চেষ্টা করেন।নিহতের স্ত্রী খুশি আক্তার বলেন, “গরিবের জন্য কোনো আইন নেই, বিচার নেই। যারা চুরি করেছে, তারা ছাড়া পেয়ে গেছে। আর আমার স্বামী নির্দোষ হয়েও অপমানিত হয়ে মারা গেল। তার অটোরিকশাটিও ফেরত দেয়নি কেউ।”এ বিষয়ে চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. জাবেদ উল ইসলাম বলেন, “চুরির ঘটনায় দায়ের করা মামলায় মানিক, সাইফুল ও নাজমুল নামে তিনজনের নাম উল্লেখ ছিল। সে সময় আমি এই থানায় ছিলাম না। পরবর্তীতে সবুজকে দোষী করে তার ওপর চাপ সৃষ্টি করা হয়। অপমান সহ্য করতে না পেরে তিনি আত্মহত্যার চেষ্টা করেন এবং চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বোলিংয়ে দুর্দান্ত শরিফুল, ব্যাটিংয়ে ব্যর্থ সাকিব
বোলিংয়ে দুর্দান্ত শরিফুল, ব্যাটিংয়ে ব্যর্থ সাকিব

কানাডায় গ্লোবাল টি-টোয়েন্টি লিগে টানা তৃতীয় ম্যাচ জিতল বাংলা টাইগার্স মিসিসাগাও।

নেত্রকোনায় হাওর থেকে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার
নেত্রকোনায় হাওর থেকে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কান্দিউড়া ইউনিয়নের জালালপুর গ্রামের একটি হাওর থেকে রাসেল মিয়া (২৫) নামের বস্তাবন্দী অবস্থায় এক অটোরিকশা চালকের মরদেহ Read more

৩০ লাগেজ বি‌ড়ি-জর্দা পাচা‌রের চেষ্টা, তিন হজ এজেন্সির বিরুদ্ধে তদন্ত শুরু
৩০ লাগেজ বি‌ড়ি-জর্দা পাচা‌রের চেষ্টা, তিন হজ এজেন্সির বিরুদ্ধে তদন্ত শুরু

ফ্লাইনাসের ওই ফ্লাইটে লিড এজেন্সি খিদমাহ ওভারসিজের হজযাত্রীদের চেক-ইন চলাকালে তামাক পাতা, জর্দা ও বিড়িসহ একটি লাগেজ শনাক্ত করা হয়।

ভূমিকম্পে চট্টগ্রামের সর্বনাশের ছক, সিডিএর তদারকিতে গাফিলতি
ভূমিকম্পে চট্টগ্রামের সর্বনাশের ছক, সিডিএর তদারকিতে গাফিলতি

বন্দরনগরী চট্টগ্রাম সমুদ্রের পাড় ঘেঁষে দাঁড়িয়ে থাকা দেশের অন্যতম গুরুত্বপূর্ণ শহর। পাহাড়, সমুদ্র আর নদীর অপূর্ব সমন্বয়ে গঠিত এ নগরের Read more

ইটনায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
ইটনায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

সাব্বির হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধিকিশোরগঞ্জের ইটনায় ধনু নদীতে গোসল করতে নেমে অদিতী রাণী দাস (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৬ Read more

দখলে ব্যর্থ হয়ে প্রতিপক্ষকে ফাঁসাতে মামলা 
দখলে ব্যর্থ হয়ে প্রতিপক্ষকে ফাঁসাতে মামলা 

জোরপূর্বক জমি দখলে ব্যর্থ হয়ে দ্রুত বিচার আইনে আদালতে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে জমির আলী খা (৬২) নামে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন