জেলার সিরাজগঞ্জ-৫ বেলকুচি,চৌহালী এনায়েতপু বাসীর মাঝে বিএনপির ভারপ্রাপ্ত, চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশে আমিরুল ইসলাম খান আলীমের ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে।শনিবার (২৯ মার্চ) বেলা ১২টার সময় তামাই গ্রামের আলিমের নিজ বাসভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তিনি তার বক্তব্যে এসব কথা বলেন।আগামী নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা জন্য সরকারকে আহ্বান জানিয়ে বলেন, জাতীয় নির্বাচন ডিসেম্বর না জুনে? এমন দোদুল্যমান বক্তব্য না দিয়ে স্পষ্ট ও সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করে জাতিকে আশ্বস্ত করুন।অন্তর্বর্তী সরকার সরাসরি জনগণের ভোটে নির্বাচিত না হলেও জনগণের সমর্থন রয়েছে বলে উল্লেখ করে রিজভী আরও বলেন, সকল আন্দোলনকারী দল তাদের সমর্থন দিয়েছে।জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে সবার ত্যাগ স্বীকার না করলে অন্তর্বর্তীকালীন সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে বলে উল্লেখ করেন রিজভী।তিনি বলেন, অনেকেই বলেন, আন্দোলন কি হয়েছে শুধু নির্বাচন করার জন্য? নির্বাচন সুষ্ঠু হয়নি বলেই তো আন্দোলন হয়েছে। অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করেন নি শেখ হাসিনা। শুধুমাত্র ক্ষমতা রক্ষার জন্য দেশকে একটি কারবালায় পরিণত করেছিলেন।তিনি আরও বলেন, আওয়ামী লীগ হলো পালানোর দল, স্বৈরশাসক শেখ হাসিনা তিনবার দেশের মানুষের ধাওয়া খেয়ে পালিয়ে গেছে। দেশের বাহিরে থেকেও দেশকে ধ্বংসের যড়যন্ত্র লিপ্ত রয়েছে।দ্রুত নির্বাচনের দাবি নিয়ে রুহুল কবির রিজভী বলেন, দেশের গণতন্ত্র রক্ষার জন্য আন্দোলন সংগ্রামের মাধ্যমে ছাত্র জনতা মিলে স্বৈরাচারীকে বিদায় করেছে যেন মানুষ তার কথা বলার অধিকার ফেরত পায়, ভোটের অধিকার ফেরত পায়। কিন্তু আমরা লক্ষ করছি স্বৈরাচারী সরকারের মতোই ভোট থেকে জনগণকে দূরে রাখা হচ্ছে। সংস্কার হচ্ছে একটা চলমান পক্রিয়া যেটা নির্বাচিত সরকার সংসদে বসে সংস্কার করতে পারবে। সিরাজগঞ্জ বেলকুচি, এনায়েতপুর ও চৌহালীতে দুঃস্থ, অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে তারেক রহমানের।  ৮ জন শহীদ পরিবার ও ৫০ জন আহত পরিবারের মাঝে নগদ অর্থ এবং স্থানীয় আলেম ওলামাদের পোশাক বাবদ নগদ অর্থ বিতরণ হয়েছে।বিতরণের সময় উপস্থিত ছিলেন- বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সভাপতি জামাল ভূঁইয়া, সাবেক আহবায়ক নুরুল ইসলাম গোলাম, সাবেক সদস্য সচিব বনী আমিন, পৌর বিএনপির সাবেক আহবায়ক আলতাফ হোসেন প্রামাণিক, সাবেক সাধারণ সম্পাদক রাজ্জাক মন্ডল।এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সহ সভাপতি ডাঃ তৌহিদুর রহমান আওয়াল, যুগ্ম সম্পাদক মাসুদুর রহমান মাসুদ ও বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক নুর হোসেন, বেলকুচি উপজেলা যুবদলের আহবায়ক শামীম সরকার, সদস্য সচিব আলম কমিশনার, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুর আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাজিব আহসান, ছাত্রদলের সদস্য সচিব রিজন সরকার প্রমুখ।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যমুনায় হঠাৎ পানি বৃদ্ধিতে ভেসে গেল কৃষকের স্বপ্ন
যমুনায় হঠাৎ পানি বৃদ্ধিতে ভেসে গেল কৃষকের স্বপ্ন

অপরিপক্ক তিলক্ষেত তলিয়ে গিয়ে এতদিনে গাছ পচে যাওয়ার মতো অবস্থা হয়েছে। ফলে চরাঞ্চলে রোপন করা তিল উঠিয়ে ফেলছেন কৃষকরা। এছাড়াও Read more

দরবার শরীফে হামলার প্রতিবাদে আখাউড়ায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
দরবার শরীফে হামলার প্রতিবাদে আখাউড়ায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

নরসিংদীর রায়পুরা উপজেলার গাউছে হক দরবার শরীফে হামলা, ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।সোমবার Read more

কুরিয়ারে আসা চা পাতার বস্তায় ৮ কেজি গাঁজা, এক নারী আটক 
কুরিয়ারে আসা চা পাতার বস্তায় ৮ কেজি গাঁজা, এক নারী আটক 

বরগুনায় ৫০ কেজি চা পাতার বস্তায় মিললো ৮ কেজি গাঁজা। কুরিয়ারের মাধ্যমে মাদকের এই বড় চালানটি বরগুনায় নিয়ে আসা হয়েছিল। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন