নাটোরের পুরাতন থানার পাশে এবং পুরাতন ডিসি বাংলোর পাসের পুকুর থেকে শুক্রবার বিকেলে অস্ত্র উদ্ধারের পর শনিবার (২৯ মার্চ) সকাল থেকে সেচ দিয়ে পুকুরটি পানিশূন্য করা হচ্ছে। এরইমধ্যে ডিসি বাংলো সংলগ্ন বাগানের মধ্য থেকে পরিত্যক্ত অবস্থায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বেশ কিছু ব্যালট পেপার পাওয়া গেছে।এ বিষয়ে নাটোর জেলা প্রশাসকের কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশিদুল ইসলাম বলেন, এগুলো নির্বাচন কমিশনের সাথে আলাপ করে পুরাতন ডিসি বাংলোয় রাখার সিদ্ধান্ত হয়েছিল। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত মোতাবেক জাতীয় ভাবে টেন্ডারের মাধ্যমে এই সমস্ত ব্যালট পেপার ঠিকাদার নিয়ে গেছেন। তবে কিছু নষ্ট পুরাতন ডিভাইস এবং ব্যালট পেপার গর্ত করে সেগুলো নষ্ট করা হয়েছে। পুলিশ স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার পুরাতন ডিসি বাংলা সংলগ্ন নাটোর সদরে শহরের কান্দিভিটি এলাকায় তালাব পুকুর থেকে ছয়টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। তারই ধারাবাহিকতায় এই পুকুরে আর কোন অস্ত্র আছে কিনা তা যাচাইয়ের জন্য আজ সকাল থেকে পানি সেচ দিয়ে পুকুরটি পানি শূন্য করে তোলার কাজ শুরু করা হয়। দুপুর ১২ টার দিকে এন এস আই এর দু একজন গোয়েন্দা ডিসি অফিস বাগানের ভেতরে পরিত্যক্ত অবস্থায় কিছু ব্যালট প্যাপার দেখতে পেয়ে জেলা প্রশাসনকে অবহিত করে। পরে পুলিশ সেনাবাহিনী ও জেলা প্রশাসনের কর্মকর্তাগণ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ছড়িয়ে ছিটে থাকা কিছু ব্যালট পেপার দেখতে পান এবং এর সঙ্গে নষ্ট করা বেশ কিছু নির্বাচনী ডিভাইস কম্পিউটারের নষ্ট অংশ, স্ক্যানার মেশিন সহ অন্যান্য নির্বাচনী নষ্ট সামগ্রী পড়ে থাকতে দেখা যায়। এ বিষয়ে নাটোর জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশিদুল ইসলাম বলেন, এখানে নির্বাচনী ব্যালেট রাখা ছিল এটা আমি জানি। পরবর্তীতে জাতীয়ভাবে টেন্ডারের মাধ্যমে নির্বাচন কমিশনের উদ্যোগে এর সমস্ত ব্যালট পেপার ঠিকাদারের কাছে বিক্রি করে দেওয়া হয়। এছাড়া গর্ত করে পরিত্যক্ত কিছু ব্যালট নষ্ট করা হয়। তিনি আরো বলেন যেহেতু পুরাতন ডিসি বাংলো পরিত্যক্ত এর অনেক দরজা জানালায় সিটকানি নাই। সে কারণে হয়তো কোনভাবে নষ্ট ডিভাইস এবং কিছু ব্যালট কে বা কারা এখানে ফেলে রাখতে পারে। বিষয়টি নিয়ে অবশ্যই অনুসন্ধান করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভারতে টানা বৃষ্টি, আকস্মিক বন্যা ও ভূমিধসে নিহত ৩০
ভারতে টানা বৃষ্টি, আকস্মিক বন্যা ও ভূমিধসে নিহত ৩০

ভারতের উত্তরপূর্বাঞ্চলজুড়ে প্রবল বৃষ্টির ফলে আকস্মিক বন্যা ও ভূমিধসে গত দুই দিনে অন্তত ৩০ জন প্রাণ হারিয়েছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত Read more

জবি ভর্তি: তিন বিভাগের ব্যবহারিক পরীক্ষার ফি জমাদানের তারিখ ঘোষণা
জবি ভর্তি: তিন বিভাগের ব্যবহারিক পরীক্ষার ফি জমাদানের তারিখ ঘোষণা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৪-২৫ সেশনে স্নাতক প্রথমবর্ষে সংগীত, নাট্যকলা ও ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগের ব্যবহারিক পরীক্ষার ‌‌‘ফি’ জমা দেয়ার তারিখ Read more

বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা

বাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজ শুরু আজ। ম্যাচটি শুরু হবে দুপুর ৩টায়।ক্রিকেটবাংলাদেশ-শ্রীলঙ্কা (১ম ওয়ানডে)দুপুর ৩টা, টি স্পোর্টসএজবাস্টন টেস্ট-১ম দিনইংল্যান্ড-ভারতবিকেল ৪টা, সনি স্পোর্টস Read more

দুই পক্ষের ঝগড়া থামাতে গিয়ে প্রাণ গেল মুদি দোকানির
দুই পক্ষের ঝগড়া থামাতে গিয়ে প্রাণ গেল মুদি দোকানির

দুই পক্ষের মধ্যে চলা ঝগড়া থামাতে গিয়ে ছুরিকাঘাতে প্রাণ হারিয়েছেন ইয়াসিন আলী স্বপন (৩৫) নামের এক ব্যক্তি। তিনি ময়মনসিংহ নগরীর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন