টাঙ্গাইলের মির্জাপুরে ৯ মাস ধরে বেতন পাচ্ছে না কমিউনিটি ক্লিনিকের হেলথ কেয়ার প্রোভাইডাররা (সিএইচসিপি)। দীর্ঘদিন বেতন বন্ধ থাকায় পরিবার পরিজন নিয়ে এক প্রকার মানবেতর জীবনযাপন করছেন তারা। ঈদেও তাদের বেতন ভাতা না হওয়ায় তাদের চোখে মুখে পড়েছে চিন্তার ভাজ।জানা যায়, ২০১১ সালে একটি প্রকল্পের মাধ্যমে সারাদেশে প্রত্যেক কমিউনিটি ক্লিনিকে কমিউনিটি হেলথ কেয়ার  প্রোভাইডার (সিএইচসিপি) নিয়োগ দেয়া হয়। ২০১৬ সালের ১৪ জুন প্রকল্পের মেয়াদ শেষ হলে তিন দফা প্রকল্পের মেয়াাদ বৃদ্ধি করে সরকার। কিন্ত এই সুদীর্ঘ সময়েও কমিউনিটি ক্লিনিকে কর্মরতদের বেতন ভাতা বৃদ্ধিসহ সুযোগ সুবিধা বাড়ানো হয়নি। মির্জাপুর উপজেলায় ৫৪ কমিউনিটি ক্লিনিকে হেলথ কেয়ার  প্রোভাইডার (সিএইচসিপি) কর্মরত রয়েছেন।এদিকে গত বছরের জুলাই মাস থেকে কমিউনিটি ক্লিনিকে কর্মরত স্বাস্থ্যকর্মীদের বেতন ভাতা বকেয়া পড়েছে। অন্যদিকে সারাদেশে কর্মরত সিএইচসিপিরা তাদের চাকুরি রাজস্ব খাতে স্থানান্তরের দাবিতে ঢাকায় আন্দোলনও করেছেন। আন্দোলনের ফলে চাকরি রাজস্ব খাতে স্থানান্তরের আশ্বাসও পেয়েছেন তারা। আশ্বাসের পর এখন তাদের বকেয়া বেতন প্রকল্প থেকে না রাজস্ব থেকে আসবে তাও জানেন না সিএইচসিপিরা। এ কারণে প্রায় ৯ মাস ধরে তাদের বেতন ভাতা বন্ধ রয়েছে। উপজেলা সিএইচসিপি এসোসিয়েশনের সভাপতি সুমন সিকদার বলেন, গত ৯ মাস ধরে আমাদের বেতন ভাতা বন্ধ। বেতন ভাতা না পাওয়ায় আমরা নানা সমস্যার মধ্যে দিন কাটাচ্ছি। ঈদে কেনাকাটার কথাতো চিন্তাই করতে পারছেন না।  এব্যাপারে মির্জাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফরিদুল ইসলাম জানান, শেষ কার্যদিবসে বেতন বোনাস পাওয়ার কথা রয়েছে। অবশিষ্ট বকেয়া বেতনও দ্রুতই তারা পেয়ে যাবেন বলে তিনি জানান।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টঙ্গীর ইজতেমা মাঠের দখল নিয়ে কী হচ্ছে?
টঙ্গীর ইজতেমা মাঠের দখল নিয়ে কী হচ্ছে?

টঙ্গীর মাঠ আর ঢাকার কাকরাইল মসজিদের দখল নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ এবং পাল্টা-পাল্টি কথার লড়াই দেখা যাচ্ছে। উভয় পক্ষই Read more

স্বর্ণ জিতে পাকিস্তানের ৪০ বছরের অপেক্ষার অবসান ঘটালেন নাদিম
স্বর্ণ জিতে পাকিস্তানের ৪০ বছরের অপেক্ষার অবসান ঘটালেন নাদিম

সবশেষ ১৯৮৪ সালে অলিম্পিকে পুরুষ ফিল্‌ড হকিতে স্বর্ণ জিতেছিল পাকিস্তান। এরপর গেল ৪০ বছরে আর স্বর্ণ জেতা হয়নি তাদের।

ইংল্যান্ড-আয়ারল্যান্ড সিরিজ থেকে পাকিস্তানের বিশ্বকাপ দল
ইংল্যান্ড-আয়ারল্যান্ড সিরিজ থেকে পাকিস্তানের বিশ্বকাপ দল

টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে দলগুলো ইতোমধ্যেই স্কোয়াড দেওয়া শুরু করেছে। তবে এই তালিকায় নেই পাকিস্তানের নাম। আরেকটু পরীক্ষা-নিরীক্ষা করে চূড়ান্ত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন