চট্টগ্রাম-১৫ আসনের সাবেক সংসদ সদস্য ও চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামীর আমির শাহজাহান চৌধুরী বলেছেন, যারা ভোটাধিকার হরণ করেছে, গুলি করে মানুষ খুন করেছে, তাদের আগে বিচার করতে হবে। আগে বিচার, তারপর সংস্কার, তারপর নির্বাচন হতে হবে।মঙ্গলবার (২৫ মার্চ) বিকেলে সাতকানিয়া সী-ওয়ার্ল্ড রিসোর্ট হলরুমে সাতকানিয়া সাংবাদিক সমিতির ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, ১৯৭১ সালে ভোট ও ভাতের অধিকার নিশ্চিত করার লক্ষ্যে দেশ স্বাধীন হয়েছিল। কিন্তু আমরা ভোটের অধিকার পাইনি। বিগত ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে মানুষ ভোটকেন্দ্রে গিয়ে তাদের ভোট দিতে পারেনি। কেন্দ্রে গেলে তাদেরকে বলা হয়েছে, আপনাদের ভোট দেওয়া হয়ে গেছে, আপনারা চলে যান। হায়েনার দল গণতন্ত্র ধ্বংস করেছে।মহানগর জামায়াতের আমির বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফসল ৫ আগস্ট। এদিন থেকে দ্বিতীয় স্বাধীনতা পেয়ে কথা বলার সুযোগ পেয়েছি। সফল ছাত্র আন্দোলনে জালেমরা পালিয়ে গেছে। কিন্তু দেশে জুলুম এখনো বন্ধ হয়নি। দেশে আল্লাহর আইন চালু হলে জুলুম, নির্যাতন, হয়রানি বন্ধ হবে। দেশে ন্যায়বিচার কায়েম হবে।তিনি আরও বলেন, জালেম সরকারের লোকজন এখনো বহু জায়গায় ঘাপটি মেরে বসে আছে। এদেরকে সরাতে হবে। যারা নির্বাচনের জন্য তাড়াহুড়া করছেন তাদেরকে বলব, আপনারা কি আগের মতোই নির্বাচন চান? আগে সংস্কার, তারপর নির্বাচন।   সাতকানিয়া প্রেসক্লাবের আহবায়ক সাংবাদিক শহীদুল ইসলাম বাবরের সভাপতিত্বে ও দৈনিক কর্ণফুলীর সার্কুলেশন ম্যানেজার দিদারুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত এ আয়োজনে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী চট্টগ্রামের টিম সদস্য অধ্যাপক জাফর সাদেক, চট্টগ্রাম দক্ষিণ জেলার আমীর অ্যাডভোকেট আনোয়ারুল আলম চৌধুরী, সহকারী সেক্রেটারী মোহাম্মদ জাকারিয়া, সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ মো. জাহেদুল ইসলাম, সাতকানিয়া জামায়াতের আমীর মাওলানা কামাল উদ্দিন, সাবেক আমীর ডা. নুরুল হক ও লোহাগাড়া প্রেসক্লাব সভাপতি সাইফুল্লাহ চৌধুরী প্রমুখ।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আদানি গ্রুপের সাথে বড় চুক্তি বাতিল করেছেন কেনিয়ার প্রেসিডেন্ট
আদানি গ্রুপের সাথে বড় চুক্তি বাতিল করেছেন কেনিয়ার প্রেসিডেন্ট

আদানি গ্রুপ কেনিয়ার প্রধান বিমানবন্দরে এক দশমিক ৮৫ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের পরিকল্পনা করেছিলো। চুক্তি ছিল যে তারা তা ৩০ Read more

আর জি কর নিয়ে ব্যাপক আন্দোলনের পরেও ‘কাঙ্ক্ষিত ফল’ মিলল কি?
আর জি কর নিয়ে ব্যাপক আন্দোলনের পরেও ‘কাঙ্ক্ষিত ফল’ মিলল কি?

প্রায় পাঁচমাস আগে একটা ঘটনা পশ্চিমবঙ্গ তথা ভারতে 'প্রতিবাদ' শব্দটার একটা নতুন সংজ্ঞা তুলে ধরেছিল। কলকাতার আর জি কর হাসপাতালে Read more

কেরানীগঞ্জে ৭১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২
কেরানীগঞ্জে ৭১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২

ঢাকায় দক্ষিণ কেরানীগঞ্জের ইকুরিয়া এলাকায় অভিযান চালিয়ে ৭১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০। 

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন